TRP List: সন্ধ্যে হলেই টেলিভিশনের সামনে বসে পড়েন মা কাকিমারা নিজেদের পছন্দের ধারাবাহিক গুলি দেখার জন্যে। কিন্তু বর্তমানে কোন ধারাবাহিক এগিয়ে রয়েছে সেটা ঠিক করা হয় TRP তালিকায় TRP রেটিং এর মাধ্যমে। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার দিন TRP লিস্ট বের করা হয়। আর এই সপ্তাহের TRP লিস্ট বের হওয়ার সাথে সাথে বেজায় খুশি স্টার জলসার গীতা LLB ধারাবাহিকের দর্শকেরা। এসপ্তাহে বাকি সবাইকে টেক্কা দিয়ে ষ্টার জলাসার গীতা হয়ে গিয়েছে টিআরপি টপার।
এই সপ্তাহে সেরা পাঁচের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে নিম ফুলের মধু। কয়েক সপ্তাহ আগেও যেখানে ধামাকা পর্বের জেরে বেঙ্গল টপার হয়েছিল সেখানে ফিকে হচ্ছে সৃজন-পর্ণা জুটির ম্যাজিক। এসপ্তাহে ৬.৪ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে আছে ধারাবাহিকটি। অল্প পয়েন্টের ব্যবধানে চতুর্থ স্থানে রয়েছে ষ্টার জলসার উড়ান। আর তৃতীয় স্থান দখল করেছে ফুলকি। রোহিত স্যার ও ফুলকির জুটি পেয়েছে ৬.৯ পয়েন্ট। দ্বিতীয় স্থানে রয়েছে ষ্টার জলসার কথা। ৭.৩ পয়েন্ট নিয়ে টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে ধারাবাহিকটি।
এক নজরে দেখুন সেরা দশের তালিকা-
গীতা LLB – 7.5
কথা – 7.3
ফুলকি – 7.1
উড়ান – 6.9
নিম ফুলের মধু – 6.4
জগদ্ধাত্রী – 6.3
কোন গোপনে মন ভেসেছে, রোশনাই – 6.1
শুভ বিবাহ – 6.0
বঁধুয়া – 5.4
ডায়মন্ড দিদি জিন্দাবাদ, অনুরাগের ছোঁয়া + হরগৌরী পাইস হোটেল – 5.3
এই সপ্তাহে টিআরপি তালিকায় অনেকটাই জায়গা দখল করে রেখেছে স্টার জলসা। তবে জি বাংলাও পিছিয়ে নেই। বেশ কিছু নতুন ধারাবাহিক শুরু হওয়ার সাথে, আরও নতুন ধারাবাহিক আসছে জি বাংলার পর্দায়।