চলতি বছর কবে পড়েছে সরস্বতী পূজা (Saraswati Puja)? পুষ্পাঞ্জলির শুভ সময়ই বা কখন? জানুন বিস্তারিত

Saraswati Puja 2025 : কথিত আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এই পার্বণের মধ্যে অন্যতম হলো সরস্বতী পূজা (Saraswati Puja)। হিন্দু ধর্মে মা সরস্বতীকে বিদ্যা ও জ্ঞানের দেবী রূপে পূজা করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাগদেবীর আরাধনা করা হয়ে থাকে। প্রতি বছর এই শুক্লা পঞ্চমী ...

Published on:

চলতি বছর কবে পড়েছে সরস্বতী পূজা (Saraswati Puja)? পুষ্পাঞ্জলির শুভ সময়ই বা কখন? জানুন বিস্তারিত

Saraswati Puja 2025 : কথিত আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। এই পার্বণের মধ্যে অন্যতম হলো সরস্বতী পূজা (Saraswati Puja)। হিন্দু ধর্মে মা সরস্বতীকে বিদ্যা ও জ্ঞানের দেবী রূপে পূজা করা হয়। হিন্দু পঞ্জিকা অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাগদেবীর আরাধনা করা হয়ে থাকে। প্রতি বছর এই শুক্লা পঞ্চমী তিথিতে নিষ্ঠা ভরে মা সরস্বতীর পূজা (Saraswati Puja 2025) করলে বুদ্ধি ও জ্ঞান লাভ করা যায়। মূলত  শিক্ষার্থীদের জন্য এই পূজার বিশেষ গুরুত্ব রয়েছে। আজকের প্রতিবেদনে জেনে নিন ২০২৫ সালে কবে এবং কখন (Saraswati Puja Date and Time 2025) বসন্ত পঞ্চমীর উৎসব পালন করা হবে

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সরস্বতী পুজোর শুভ সময় (Saraswati Puja 2025 Date & Timings)

হিন্দু ক্যালেন্ডার অনুসারে, চলতি বছর বসন্ত পঞ্চমী তিথির শুভ সূচনা ২রা ফেব্রুয়ারি সকাল ৯টা ১৪ মিনিট থেকে যা  শেষ হবে ৩রা ফেব্রুয়ারি সকাল ৬টা ৫২ মিনিটে। যার কারণে চলতি বছর ২রা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী উৎসব উদযাপিত হবে। বৈদিক শাস্ত্র অনুসারে, ২রা ফেব্রুয়ারি সকাল ৯:১৪ মিনিট থেকে ১২:৩৫ এই ৩ ঘন্টা ২৬ মিনিট সময় বসন্ত পঞ্চমীর শুভ মুহূর্ত। এই সময়কালের মধ্যে দেবীর আরাধনা করলে ভালো ফল মিলবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দেবী সরস্বতীর নৈবেদ্য (Saraswati Puja 2025):

সরস্বতী পূজার সময় দেবীর সবচেয়ে প্রিয় জিনিস যেমন হলুদ, কুমকুম, চাল, সাদা ও বাসন্তী রঙের ফুল-মালা দিয়ে পূজা মন্ডপকে সাজিয়ে তুলতে হবে। প্রসাদে মিষ্টি এবং ফলমূলের পাশাপাশি কুল রাখতে হবে। এই ফলটি সরস্বতী পুজোর অন্যতম প্রধান উপকরণ হিসাবে বিবেচিত হয়। সরস্বতী পুজোর দিন দেবী সরস্বতীর পায়ে অবশ্যই পলাশ ফুল অর্পণ করতে হবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

Read More: Ajker Rashifal

সরস্বতী পূজার বিধিসমূহ:  (Saraswati Puja 2025 Puja Vidhi)

  • বসন্ত পঞ্চমীর দিন সকালে স্নানের পর হলুদ রঙের কাপড় পরিধান করা উচিত।
  • এরপর একটি পরিষ্কার জায়গায় মাতা সরস্বতীর মূর্তি স্থাপন করা উচিত।
  • দেবীকে পূজার সময় চন্দন, হলুদ, জাফরান, হলুদ বা সাদা রঙ নিবেদন করতে হবে।
  • মা সরস্বতীর সামনে বই রাখা ভালো।
  • সবশেষে পূজার পর দেবী সরস্বতীকে আরতি করতে হবে।
  • দেবী সরস্বতীকে হলুদ রঙের মিষ্টি নিবেদন করতে হবে।

প্রচলিত বিশ্বাস অনুসারে, , বিদ্যা ও জ্ঞান লাভের জন্য মা সরস্বতীর (Saraswati Puja) আরাধনা করা হয়। এই দিন শিক্ষার্থীরা মন্ত্র পাঠ করে দেবীর আরাধনা করতে পারেন। সকাল সকাল স্নান সেরে শুদ্ধ বস্ত্রে শিক্ষার্থীরা দেবী সরস্বতীর (Saraswati Puja) সামনে যে মন্ত্রটি পাঠ করবেন সেটি হল,

”জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগ-শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে”।

মা সরস্বতীর আরো একটি মন্ত্র হল,

“ঔঁ ভদ্রকালৈ নমো নিত্যং সরস্বতৈ নমো নমঃ। বেদ-বেদান্ত বেদাঙ্গ-বিদ্যাস্থানেভ্যঃ এব চ। এষ স-চন্দন বিল্বপত্র পুষ্পাঞ্জলি ঔঁ ঐং শ্রী শ্রী সরস্বতৈ নমঃ।”