Local Train: টানা ১৬ দিন বন্ধ একাধিক ব্যান্ডেল লোকাল! নিত্যযাত্রীদের চরম ভোগান্তির আশঙ্কা !!

Local Train: নিত্যদিনের যাত্রাপথে হঠাৎ ট্রেন বাতিল হলে কেমন লাগে? অফিস বা কলেজে যেতে হলে হঠাৎ বিকল্প পরিবহন খুঁজতে হয়, যার খরচও বেশি। কেউ কেউ আবার নির্দিষ্ট ট্রেনেই অভ্যস্ত, ফলে অন্য ট্রেনে উঠলেও স্বস্তি পান না। এমন পরিস্থিতির সম্মুখীন হন বহু নিত্যযাত্রী, বিশেষত যারা লোকাল ট্রেনের উপর নির্ভরশীল। ট্রেন বাতিলের ...

Published on:

Local Train: নিত্যদিনের যাত্রাপথে হঠাৎ ট্রেন বাতিল হলে কেমন লাগে? অফিস বা কলেজে যেতে হলে হঠাৎ বিকল্প পরিবহন খুঁজতে হয়, যার খরচও বেশি। কেউ কেউ আবার নির্দিষ্ট ট্রেনেই অভ্যস্ত, ফলে অন্য ট্রেনে উঠলেও স্বস্তি পান না। এমন পরিস্থিতির সম্মুখীন হন বহু নিত্যযাত্রী, বিশেষত যারা লোকাল ট্রেনের উপর নির্ভরশীল। ট্রেন বাতিলের খবর মানেই তাঁদের জন্য চরম অস্বস্তি! আর এবার সেই দুর্ভোগই অপেক্ষা করছে ব্যান্ডেল-কাটোয়া শাখার নিত্যযাত্রীদের জন্য।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এবার আর এক-দু’দিন নয়, টানা ১৬ দিন ধরে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। অফিসযাত্রী থেকে শুরু করে ব্যবসায়ী, ছাত্রছাত্রী— সকলেরই চিন্তা বাড়িয়েছে এই সিদ্ধান্ত। ইতিমধ্যেই রেল দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ট্রেন বাতিলের কারণ ট্র্যাকের রক্ষণাবেক্ষণ। তবে এভাবে একটানা এতদিন ট্রেন পরিষেবা বন্ধ থাকায় ক্ষুব্ধ যাত্রীরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কোন কোন ট্রেন বাতিল হচ্ছে?

রেল সূত্রে খবর, ১৯ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত ব্যান্ডেল-কাটোয়া শাখায় একাধিক লোকাল ট্রেন (Local Train) বাতিল থাকবে। তবে বৃহস্পতিবার এবং রবিবার বাদে বাকি দিনগুলিতে এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। বাতিল হওয়া ট্রেনগুলির মধ্যে রয়েছে:

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now
  1. ৩৭৭৪৯ ব্যান্ডেল-কাটোয়া লোকাল 
  2. ৩৭৭৪৮ কাটোয়া-ব্যান্ডেল লোকাল

এছাড়াও, বাতিলের তালিকায় আরও ট্রেন যুক্ত হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। স্টেশনগুলির পাবলিক অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে যাত্রীদের নিয়মিত তথ্য দেওয়া হবে। তাই যাত্রীদের রেল ঘোষণার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

দোলের দিনেও বন্ধ ছিল একাধিক লোকাল

শুধু ব্যান্ডেল-কাটোয়া নয়, দোলের দিন শিয়ালদহ শাখাতেও একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। সেদিন শিয়ালদহ-রানাঘাট, রানাঘাট-গেদে, শিয়ালদহ-গেদে, নৈহাটি-রানাঘাট, শিয়ালদহ-শান্তিপুর, শিয়ালদহ-ক্যানিং-সহ একাধিক রুটে ট্রেন বন্ধ ছিল। যদিও প্রতি বছরই দোলের দিন লোকাল ট্রেন পরিষেবায় কাটছাঁট করা হয়, তবে তা সাময়িক অসুবিধার সৃষ্টি করেছিল যাত্রীদের জন্য।

রেলের সিদ্ধান্তে ক্ষোভ যাত্রীদের মধ্যে

এভাবে দীর্ঘদিন ট্রেন বাতিলের সিদ্ধান্তে ক্ষোভ দেখা দিয়েছে যাত্রীদের মধ্যে। অফিসগামী, ব্যবসায়ী ও ছাত্রছাত্রীরা বিকল্প পরিবহন ব্যবস্থার খোঁজ করছেন। অনেকে বলছেন, আগে থেকে পর্যাপ্ত বিকল্প ব্যবস্থা না করেই রেল এই সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে নিত্যযাত্রীদের ভোগান্তি পোহাতে হবে। যদিও পূর্ব রেলের দাবি, রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন হওয়ার পর পরিষেবা স্বাভাবিক হবে এবং যাত্রীদের দীর্ঘমেয়াদী সুবিধা হবে। তবে আপাতত দুর্ভোগ যে থাকছেই, তা আর বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন:  লাল বেনারসি, গায়ে ভারী গয়না; বছরের শুরুতেই চুপিসারে বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা!