Banned medicine for children: বাচ্চাদের একটু কাশি হলেই কাশির সিরাফ খাইয়ে থাকেন বাবা-মায়েরা। তবে এবার থেকে বাচ্চাদের কাশির ঔষধ দেওয়ার আগে লক্ষ রাখতে হবে অভিভাবকদের। বাচ্চাদের জন্য বিশেষ কয়েক ধরনের কাশির ঔষধ নিষিদ্ধ করা হয়েছে ভারত সরকারের তরফে। দেশব্যাপী চার বছরের নীচে শিশুদের ক্ষেত্রে ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে (Banned medicine for children)৷ চার বছরের কমবয়সি শিশুদের ক্ষেত্রে সর্দি, কাশি, ঠান্ডা লাগা ও অ্যালার্জি আটকানোর ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধ নিষিদ্ধ করেছে সরকার।
যে সকল শিশুদের বয়স ৪ বছরের নীচে তাদের আর কোনওভাবেই ক্লোফেনিরামাইন ম্যালাইট এবং ফেনিলিফ্রায়িন হাইড্রোক্লোরাইড-এর ফিক্সড ডোস কম্বিনেশন ওষুধ দেওয়া হবে না। ইতিমধ্যে চিকিৎসক, ওষুধ নির্মাতা সংস্থা, ওষুধ বিক্রেতাদের জানানো হয়েছে এই কথা। সমস্ত ওষুধ নির্মাতা সংস্থাকে দেওয়া নির্দেশে জানানো হয়েছে যে ওষুধের গায়ে যেন বিধিবদ্ধ সতর্কীকরণ হিসাবে চার বছরের নীচে শিশুদের ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধ দেওয়া যাবে না এটি লেখা থাকে৷
জেনে নিন, এই ফিক্সড ডোজ় কম্বিনেশন’ (এফডিসি) বলতে কী বোঝায়?
এই ধরনের ‘কম্বিনেশন’ ওষুধগুলি নানা গোত্রের ওষুধ মিলিয়ে-মিশিয়ে তৈরি করা হয়। সেগুলি শিশুদের স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে তাই এমন ওষুধ নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের সাবজেক্ট এক্সপার্ট কমিটি আরও বিশদে এই ওষুধের মান খতিয়ে দেখার পর আরও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
জানুন, কোন কোন ঔষধ নিষিদ্ধ করা হয়েছে? (Banned medicine for children)
শিশুদের খাওয়ানো হয় মোট চার রকমের কাশির সিরাপ নিষিদ্ধ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, চার বছরের নীচের শিশুদের যে কোনও কাশির ওষুধ খাওয়ানো যাবে না। ছোটদের ঠান্ডা লাগার ক্ষেত্রে জনপ্রিয় ওষুধের ব্র্যান্ড হচ্ছে — অ্যাসকোরিল ফ্লু সিরাপ – ডেনমার্ক ফার্মাসিটিক্যালস নির্মিত, ম্যাক্সট্রা – জুভেন্টাস হেলথ কেয়ার, টি মিনিক সিরাপ – গ্ল্যাক্সো স্মিথলাইন, সিনারেস্ট এ এফ নিউ – সেন্টুর ফার্মাসিউটিক্যালস। এই ঔষধগুলি চার বছরের কম বয়সী কোনো শিশুকে খাওয়ানো যাবে না। এমনটাই জানানো হয়েছে।
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |