Ekchokho.com 🇮🇳

5 Banned medicine for children: ভারতে নিষিদ্ধ হলো বাচ্চাদের এই চারটি কাশির ঔষধ! খাওয়ানোর আগে দেখে নিন তালিকা

Banned medicine for children: বাচ্চাদের একটু কাশি হলেই কাশির সিরাফ খাইয়ে থাকেন বাবা-মায়েরা। তবে এবার থেকে বাচ্চাদের কাশির ঔষধ দেওয়ার আগে লক্ষ রাখতে হবে অভিভাবকদের। বাচ্চাদের জন্য বিশেষ কয়েক ধরনের কাশির ঔষধ নিষিদ্ধ করা হয়েছে ভারত সরকারের তরফে। দেশব্যাপী চার বছরের নীচে শিশুদের ক্ষেত্রে ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা ...

Published on:

Banned medicine for children: ভারতে নিষিদ্ধ হলো বাচ্চাদের এই চারটি কাশির ঔষধ! খাওয়ানোর আগে দেখে নিন তালিকা

Banned medicine for children: বাচ্চাদের একটু কাশি হলেই কাশির সিরাফ খাইয়ে থাকেন বাবা-মায়েরা। তবে এবার থেকে বাচ্চাদের কাশির ঔষধ দেওয়ার আগে লক্ষ রাখতে হবে অভিভাবকদের। বাচ্চাদের জন্য বিশেষ কয়েক ধরনের কাশির ঔষধ নিষিদ্ধ করা হয়েছে ভারত সরকারের তরফে। দেশব্যাপী চার বছরের নীচে শিশুদের ক্ষেত্রে ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে (Banned medicine for children)৷ চার বছরের কমবয়সি শিশুদের ক্ষেত্রে সর্দি, কাশি, ঠান্ডা লাগা ও অ্যালার্জি আটকানোর ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধ নিষিদ্ধ করেছে সরকার।

যে সকল শিশুদের বয়স ৪ বছরের নীচে তাদের আর কোনওভাবেই ক্লোফেনিরামাইন ম্যালাইট এবং ফেনিলিফ্রায়িন হাইড্রোক্লোরাইড-এর ফিক্সড ডোস কম্বিনেশন ওষুধ দেওয়া হবে না। ইতিমধ্যে চিকিৎসক, ওষুধ নির্মাতা সংস্থা, ওষুধ বিক্রেতাদের জানানো হয়েছে এই কথা। সমস্ত ওষুধ নির্মাতা সংস্থাকে দেওয়া নির্দেশে জানানো হয়েছে যে ওষুধের গায়ে যেন বিধিবদ্ধ সতর্কীকরণ হিসাবে চার বছরের নীচে শিশুদের ফিক্সড ডোজ কম্বিনেশন ওষুধ দেওয়া যাবে না এটি লেখা থাকে৷

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জেনে নিন, এই ফিক্সড ডোজ় কম্বিনেশন’ (এফডিসি) বলতে কী বোঝায়?

এই ধরনের ‘কম্বিনেশন’ ওষুধগুলি নানা গোত্রের ওষুধ মিলিয়ে-মিশিয়ে তৈরি করা হয়। সেগুলি শিশুদের স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে তাই এমন ওষুধ নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের সাবজেক্ট এক্সপার্ট কমিটি আরও বিশদে এই ওষুধের মান খতিয়ে দেখার পর আরও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

Related: Daily Rashifal Bengali: হনুমানজির দৃষ্টি পড়তেই খুলে যাবে এই ৪ রাশির ভাগ্যের তিজোরি! আজকের রাশিফল, ৬ মে

জানুন, কোন কোন ঔষধ নিষিদ্ধ করা হয়েছে? (Banned medicine for children)

শিশুদের খাওয়ানো হয় মোট চার রকমের কাশির সিরাপ নিষিদ্ধ করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, চার বছরের নীচের শিশুদের যে কোনও কাশির ওষুধ খাওয়ানো যাবে না। ছোটদের ঠান্ডা লাগার ক্ষেত্রে জনপ্রিয় ওষুধের ব্র্যান্ড হচ্ছে — অ্যাসকোরিল ফ্লু সিরাপ – ডেনমার্ক ফার্মাসিটিক্যালস নির্মিত, ম্যাক্সট্রা – জুভেন্টাস হেলথ কেয়ার, টি মিনিক সিরাপ – গ্ল্যাক্সো স্মিথলাইন, সিনারেস্ট এ এফ নিউ – সেন্টুর ফার্মাসিউটিক্যালস। এই ঔষধগুলি চার বছরের কম বয়সী কোনো শিশুকে খাওয়ানো যাবে না। এমনটাই জানানো হয়েছে।

Read More: Indian Railways : প্রবীণ এবং প্রতিবন্ধীদের জন্য বিশেষ সিটের ব্যবস্থা রেলের! সস্তায় মিলবে সিট; জানুন বিস্তারিত