দিল্লি যাওয়ার প্ল্যান করছেন? কিংবা পরিবারের সঙ্গে আরামদায়ক লং ট্রিপে বেরোতে চান? তাহলে এই খবরে আপনার মন ভালো হতে বাধ্য। বিমান ভাড়ার চেয়ে অনেক সস্তা, আবার পুরনো ট্রেন পরিষেবার তুলনায় অনেকটাই বেশি কমফোর্ট—এমন কিছু খুঁজছিলেন তো? ঠিক সেই চাহিদার জায়গা থেকেই এবার ভারতীয় রেলের তরফে এক নতুন উদ্যোগ। প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাচ্ছে রেল পরিষেবা, আর তারই প্রমাণ হতে চলেছে বন্দে ভারত স্লিপার ট্রেন।
ঘণ্টায় ১৬০ কিমির দৌড়ে আসছে নতুন বন্দে ভারত (High Speed Vande Bharat Sleeper Train)
সাধারণত বন্দে ভারত ট্রেন মানেই চেয়ারকার পরিষেবা, তাতে রাতভর যাত্রা কষ্টকর হয়ে দাঁড়াত অনেকের জন্য। তবে এবার সেই সীমাবদ্ধতাও কাটছে। ভারতীয় রেল এবার প্রথমবারের মতো স্লিপার কোচ (Sleeper Coach) যুক্ত করে চালু করতে চলেছে বন্দে ভারত ট্রেন। আপাতত নয়াদিল্লি-হাওড়া (New Delhi-Howrah) রুটেই চালু হবে এই অত্যাধুনিক ট্রেন। প্রতিটি ট্রেন চলবে ঘণ্টায় ১৬০ কিমি বেগে, থাকবে মডার্ন ডিজাইনের স্লিপার কেবিন, ডিসপ্লে প্যানেল, ইউএসবি চার্জিং পোর্ট, মডিউলার প্যান্ট্রি এবং সিসিটিভি ক্যামেরা। বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য থাকবে আলাদা বার্থ ও টয়লেট।
Read More: ইমার্জেন্সি কোটা নিয়ে নতুন নিয়ম জারি! রেলের (Indian Railways) নতুন নিয়ম না জানলে সুযোগ হাতছাড়া!
প্রথম রুট বেছে নেওয়া হল দিল্লি-হাওড়া (Delhi-Howrah First Route Chosen)
রেল বোর্ড সূত্রে জানা গিয়েছে, চলতি বছর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে একটি করে স্লিপার বন্দে ভারত (Vande Bharat Sleeper) চালানো হবে। তবে জম্মু-শ্রীনগর রুটে আবহাওয়া ও নিরাপত্তা সমস্যার কারণে সেখানকার পরিকল্পনা আপাতত স্থগিত হয়েছে। ফলে এবার যাত্রার জন্য প্রাধান্য পেল নয়াদিল্লি-হাওড়া রুট। আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে কেন্দ্রীয় রেলমন্ত্রক এই ট্রেনের উদ্বোধনের প্রস্তুতি জোরকদমে শুরু করেছে। এদিকে দিল্লি-হাওড়া ছাড়াও আরও চারটি রুট ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে—দিল্লি-মুম্বই, দিল্লি-চেন্নাই, দিল্লি-পাটনা ও হাওড়া-দিল্লি।
ভাড়া কত হতে পারে? রেলের তরফে নির্ধারিত হল সম্ভাব্য দাম (Ticket Fare Details Released)
যাত্রীদের সুবিধার্থে ১৬ কোচের এই বন্দে ভারত স্লিপার ট্রেনে তিন ধরণের শ্রেণি থাকছে—থার্ড এসি (Third AC), সেকেন্ড এসি (Second AC) এবং ফার্স্ট ক্লাস এসি (First AC)। রেল সূত্রে পাওয়া তথ্যানুসারে, থার্ড এসির ভাড়া হতে পারে মাথাপিছু ₹৩০০০, সেকেন্ড এসির ₹৪০০০ এবং ফার্স্ট ক্লাস এসির ভাড়া হতে পারে ₹৫১০০ টাকা। অর্থাৎ, বিমানের তুলনায় অনেক কম খরচে পাওয়া যাবে আরামদায়ক ও আধুনিক ট্রেন যাত্রা। আগামী দু’মাসের মধ্যেই চালু হতে পারে এই পরিষেবা। বাংলার মানুষ এখন দিন গুনছে এই নতুন যাত্রার জন্য।
Read More: রেলপথে আর নয় ‘রেল রোকো’(Rail Roko)! কঠোর হাতে প্রতিবাদ দমন করবে NFR
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |