আবহাওয়া গরমে হাঁসফাঁস করছে রাজ্যবাসী। সকাল থেকে রোদের তেজে অতিষ্ঠ পথচারি, অফিসযাত্রী থেকে শুরু করে দোকানদার—সবাই। কিন্তু এই গরমের মধ্যেই হঠাৎ মেঘলা আকাশ, আচমকা ঝড়বৃষ্টি যেন পুরোটাই পালটে দিচ্ছে দিনের গতিপথ। রোদ-ঝড়-বৃষ্টির এই খেলা মানুষকে করে তুলছে বিভ্রান্ত। এমন পরিস্থিতিতে অনেকেই আর আবহাওয়া নিয়ে আন্দাজ করতে পারছেন না, কারণ সকালে রোদ থাকলেও বিকেলে হঠাৎ বৃষ্টি নেমে আসছে।
পরিবর্তনশীল আবহাওয়া নিয়ে দুশ্চিন্তা (Changing Weather Worry)
এই অনিশ্চিত আবহাওয়ার মধ্যে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন স্কুল পড়ুয়া ও কর্মজীবীরা। একদিকে গরমে ক্লান্তি, অন্যদিকে বৃষ্টিতে ভেজার ভয়। সকালে রোদ দেখে ছাতা না নিয়েই বাড়ি থেকে বেরোনো, পরে বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা। শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও কৃষকদের চিন্তা বেড়েছে। কারণ এই সময়ে অনেক ফসল মাঠে থাকে, আর বৃষ্টিতে তার ক্ষতি হতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস ও সতর্কবার্তা (Weather Forecast and Alerts)
আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কয়েকটি জেলায় আজ অর্থাৎ শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া (Gusty Wind) বইতে পারে, এমনকি কিছু জায়গায় সেই গতি ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। তবে এই মুহূর্তে পূর্ণ সতর্কতা না নেওয়া হলেও, আগামী কয়েক ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে হাওয়া অফিস। হরিয়ানা থেকে অসম পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা (Low Pressure Trough Line) এবং দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে (South-East Bay of Bengal) অবস্থানরত ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) এই আবহাওয়ার মূল কারণ।
Read More: ‘লক্ষ্মীর ভাণ্ডার’ এবার ‘আজীবন’: মুখ্যমন্ত্রীর বড় ঘোষণায় খুশির হাওয়া রাজ্যে
বিকেলে আবহাওয়া আরও বাড়তে পারে বৃষ্টিপাত (Evening Rainfall Possibility)
আজ সকাল থেকেই দক্ষিণবঙ্গের (South Bengal) আকাশ মেঘলা ছিল। কিছু কিছু জায়গায় সকালেই হালকা বৃষ্টি হয়েছে। কিন্তু বিকেলের দিকে বৃষ্টিপাতের (Rainfall) পরিমাণ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস। উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
আবহাওয়া সতর্ক থাকার পরামর্শ, কী করবেন ? (Precaution Advice)
এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকা এবং আবহাওয়ার আপডেট নিয়মিতভাবে খেয়াল রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। প্রয়োজনে রেইনকোট বা ছাতা সঙ্গে রাখা উচিত। শিশু ও বয়স্কদের ক্ষেত্রে আরও বেশি সতর্কতা প্রয়োজন, কারণ আবহাওয়ার এই ওঠানামা শরীরের উপর খারাপ প্রভাব ফেলতে পারে। ভিজে গেলে ঠান্ডা লাগা, জ্বর কিংবা সর্দি-কাশির মতো সমস্যা দেখা দিতে পারে। তাই সাবধানতা অবলম্বন করাই এই মুহূর্তে শ্রেয়। নিয়মিত খবর দেখে চলুন, আর প্রস্তুত থাকুন এই অদ্ভুত মে মাসের আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য।
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |