উচ্চ মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার ফল প্রকাশের পর অনেক ছাত্রছাত্রীর চোখে আনন্দের জল যেমন ছিল, তেমনই কেউ কেউ হতাশায় ডুবে গিয়েছিল। বিশেষ করে যাঁরা মাত্র একটিমাত্র বিষয়ে ফেল করেছেন, তাঁদের অবস্থা সবচেয়ে করুণ। পাশ করার পরও যেহেতু স্বপ্নের পথে বাধা এসে দাঁড়িয়েছে, তাই পড়ুয়াদের একটা বড় অংশ এখন ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায়।
‘বেস্ট অফ ফাইভ’-এ পাশ, কিন্তু ভবিষ্যৎ অনিশ্চিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের! (Best of Five Rule in WBCHSE)
বর্তমানে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) নিয়ম অনুযায়ী ‘বেস্ট অফ ফাইভ’ (Best of Five) ভিত্তিতে পড়ুয়াদের মূল্যায়ন হয়। অর্থাৎ ছয়টি বিষয়ে পরীক্ষায় বসলেও ভাষা-সহ যেকোনও পাঁচটি বিষয়ে পাশ করলেই পরীক্ষার্থী উত্তীর্ণ বলে ধরা হয়। এই প্রক্রিয়ায় অনেকে পাশ করলেও মূল সমস্যা দেখা দেয় যখন জয়েন্ট এন্ট্রান্স (Joint Entrance) বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা ওঠে। কারণ সেসব পরীক্ষায় নির্দিষ্ট বিষয়গুলিতে (যেমন পদার্থবিদ্যা, রসায়ন, গণিত) উত্তীর্ণ হওয়া আবশ্যিক। তাই কোনও একটি বিষয় ফেল করলেই আটকে যাচ্ছে স্বপ্নের পথ।
সংসদের তরফে নতুন ব্যবস্থা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের (New System Introduced by WBCHSE)
এই সমস্যার সমাধানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) ৯(২) রেগুলেশনের (Regulation 9(2)) আওতাভুক্ত পড়ুয়াদের জন্য নিয়ে এসেছে এক অভিনব উদ্যোগ। এবার থেকে এই রেগুলেশনের মধ্যে থাকা পরীক্ষার্থীরা চাইলে আবার দ্বাদশ শ্রেণির (Class 12) সমস্ত বিষয়ে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে পারবেন। বিশেষত যে বিষয়ে কম নম্বর বা ফেল করেছেন, সেই বিষয়ে ফের পরীক্ষা দেওয়ার সুযোগ পাওয়া যাবে। তবে আবেদন করতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে।
Read MOre: দৈনিক ৫০ টাকায় ৩৫ লক্ষ! পোস্ট অফিসের বাম্পার ‘গ্রাম সুরক্ষা’ স্কিম(Gram Suraksha Yojana)
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের আবেদন করার সময়সীমা বাড়ানো হয়েছে(Deadline Extended for Re-exam Application)
সংসদের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু প্রত্যাশার তুলনায় অনেক কম সংখ্যক পড়ুয়া আবেদন করেছে। তাই এবার বাড়ানো হয়েছে আবেদনের সময়সীমা (Extended Deadline)। ৩০ জুন পর্যন্ত (30th June) সংসদের অফিশিয়াল ওয়েবসাইট (Official Website) খোলা থাকবে এই প্রক্রিয়ার জন্য। শিক্ষার্থীরা যেন এই সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেই কারণেই আবেদনগ্রহণ আবার চালু করা হয়েছে।
সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের বিশেষ বার্তা (President’s Message for Students)
এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য (Chiranjib Bhattacharya) বলেন, “আমরা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেই এই পদক্ষেপ নিয়েছি। প্রায় ১০০টি আবেদন ইতিমধ্যেই জমা পড়েছে। কিন্তু অনেকেই এখনও আবেদন করেনি। তাই নতুন করে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছে। পড়ুয়াদের অনুরোধ, কেউ যেন এই সুবর্ণ সুযোগ হাতছাড়া না করে।”
অর্থাৎ, এক বিষয়ে ফেল করলেও আর পড়ুয়াদের এক বছর বসে থাকতে হবে না। নতুন ব্যবস্থায় এবার ফের পরীক্ষা দিয়ে নিজের স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে। তাই যারা ৯(২) রেগুলেশনে পাশ করেও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তাঁরা যেন নির্ধারিত সময়ের মধ্যে অবিলম্বে আবেদন করেন।
Read More: দৈনিক ৫০ টাকায় ৩৫ লক্ষ! পোস্ট অফিসের বাম্পার ‘গ্রাম সুরক্ষা’ স্কিম(Gram Suraksha Yojana)
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |