IRCTC: যাত্রার মুহূর্তে তৎকাল টিকিটই অনেকের একমাত্র ভরসা। সাধারণত যারা শেষ মুহূর্তে কোনও জরুরি কাজে কোথাও যাওয়ার প্রয়োজন পড়ে, তাঁদের ভরসা তৎকাল টিকিটের উপরই। কিন্তু সময় মতো সে টিকিট পাওয়া যেন ভাগ্যের উপর নির্ভর করে দাঁড়িয়েছে। কিছুক্ষণ আগে শুরু হয়েছে বুকিং, আর কিছুক্ষণের মধ্যেই ‘Sold Out’! বহু যাত্রী দিনের পর দিন হতাশ হয়ে ফিরছেন ট্রেন টিকিট না পেয়ে।
অনলাইনে অথচ ‘অফলাইনে’র মতো কালোবাজারি!
আমরা বিশ্বাস করি, আধুনিক ডিজিটাল যুগে অনলাইন ব্যবস্থাই সবথেকে নিরাপদ ও স্বচ্ছ। কিন্তু বাস্তব চিত্র কি তেমনই? IRCTC-এর মতো বড় প্ল্যাটফর্মেও যেন চলছে এক ধরনের ‘ডিজিটাল ব্ল্যাক মার্কেট’। সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে— টেলিগ্রাম (Telegram), হোয়াটসঅ্যাপ (WhatsApp)-এ গড়ে উঠেছে শত শত গ্রুপ। প্রতিটি গ্রুপে হাজার হাজার এজেন্ট সক্রিয়। এই চক্রগুলির মূল লক্ষ্য— সাধারণ যাত্রীদের জন্য বরাদ্দ তৎকাল টিকিট আগে থেকে বুক করে নেওয়া এবং তা চড়া দামে পুনরায় বিক্রি করা।
নতুন নিয়মেও থামেনি অনিয়ম, রেলের কড়া নির্দেশ | New Railway Rules, Aadhar Linking for Tatkal Ticket
এই পরিস্থিতি মোকাবিলায় রেল মন্ত্রক ১ জুলাই থেকে নতুন নিয়ম চালু করেছে। তৎকাল টিকিট শুধুমাত্র IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইট ও অ্যাপে বুক করা যাবে। এর পাশাপাশি বাধ্যতামূলক করা হয়েছে আধার (Aadhar) কার্ডের ভেরিফিকেশন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, এই নিয়মের ফাঁক গলেই অনিয়ম চালিয়ে যাচ্ছে একাংশ অসাধু ব্যবসায়ী ও প্রযুক্তি-সচেতন প্রতারক। ইন্ডিয়া টুডের OSINT টিমের রিপোর্ট অনুযায়ী, এসব গ্রুপে ৩৬০ টাকা করে বিক্রি হচ্ছে ভেরিফায়েড IRCTC ID ও OTP!
অবশ্যই দেখবেন: এবার কি তৃণমূলের হাত ধরছেন দিলীপ ঘোষ? নিজেই দিলেন স্পষ্ট ইঙ্গিত!
আধার ভেরিফায়েড আইডি (Aadhar Verified IRCTC ID) বিক্রি হচ্ছে প্রকাশ্যে
রিপোর্ট বলছে, যাঁদের আধার ভেরিফায়েড IRCTC ID রয়েছে, সেই ব্যবহারকারীদের তথ্য ব্যবহার করেই প্রতারকরা বানাচ্ছে ফেক অ্যাকাউন্ট। এসব অ্যাকাউন্টের মাধ্যমে ম্যানুয়াল নয়, বরং বট (Bot) এবং স্বয়ংক্রিয় ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করে চোখের পলকে তৎকাল টিকিট বুক করছে তারা। এর ফলে সিস্টেম অতিরিক্ত লোড হয়ে যাচ্ছে, আর প্রকৃত যাত্রীরা টিকিট না পেয়ে বঞ্চিত হচ্ছেন।
প্রযুক্তি এবং প্রতারণার জোটে বিপদে যাত্রীরা | Tech Fraud in Railway Ticketing | Bot Booking System
প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে প্রতারণার রাস্তাও ক্রমে আধুনিক হচ্ছে। টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ গ্রুপগুলির অ্যাডমিনরা নিজেদের পরিচয় গোপন করতে আন্তর্জাতিক নম্বর ব্যবহার করছে, যা ট্র্যাক করাও কঠিন। এই চক্রে যুক্ত শুধু এজেন্টরাই নন, বরং আইটি-জ্ঞানসম্পন্ন একটি গোষ্ঠী যারা পুরো IRCTC সিস্টেমকে ঘিরে কৌশল তৈরি করছে। তৎকাল টিকিট ব্যবস্থা আরও স্বচ্ছ করতে না পারলে সাধারণ যাত্রীদের দুর্ভোগ যে আরও বাড়বে, তা বলাই যায়।
অবশ্যই দেখবেন: এবার মুখ দেখে খাবার! অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চালু হচ্ছে চমকে দেওয়া নিয়ম
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |