Aadhar Update Online: সাধারণ মানুষ যেন পাখির মতন। সে কখন কোথায় থাকবে তার নেই কোন ঠিকানা। কর্মসূত্রে হোক কিংবা পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন সময়ে জায়গা বদল করে থাকে মানুষ। এক্ষেত্রে অবধারিতভাবে ঠিকানা পরিবর্তন করতে হয়। ঠিকানা পরিবর্তন করতে গেলে এখন আর আলাদা করে কোন ঝকি পোহাতে হবে না।। খুব সহজেই নিজের বসবাসের ঠিকানা পরিবর্তন করতে পারেন। গ্রামে হোক কিংবা শহরে এখন আর কোন ঝামেলা নেই।
বাড়ির ঠিকানা পরিবর্তন করতে গেলে আর কারোর দুয়ারে দুয়ারে ঘুরতে হবে না।। এবার অনলাইনেই আপডেট করতে পারবেন নিজের বাড়ির ঠিকানা। এর জন্য আবার অতিরিক্ত টাকাও খরচ করতে হবে না মাত্র ৫০ টাকা খরচ করলেই আপনি আপনার বাড়ির ঠিকানা বদলে ফেলতে পারবেন। এর জন্য সাহায্য নিতে হবে আধার কার্ডের।
প্রথমে ইউআইডিএআই অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে। সেখানে ক্লিক করুন myaadhar.uidai.com এখানে লগইন করুন। প্রত্যেকের রয়েছে আলাদা আলাদা আধার নম্বর সেই ১২ ডিজিটের আধার নম্বর দিয়ে দিন। এরপরে ক্যাপচা কোড লিখুন। এরপরে সেন্ড ওটিপি ক্লিক করুন। আপনার যে রেজিস্টার্ড মোবাইল নম্বর রয়েছে আধার কার্ডের সঙ্গে সেখানেই আসবে একটি otp।
এরপর সেই পাসওয়ার্ড লিখন এবং লগইন করুন। আধার আপডেট অপশনে যান। প্রোসিড টু আধার আপডেট অপশনে ক্লিক করুন। দ্বিতীয় পৃষ্ঠায় চলে যান। সেখানে আপনার নির্দিষ্ট ঠিকানা নির্বাচন করুন। আপনার বর্তমান ঠিকানা যেটি আপডেট করতে চান তার একটি লিস্ট চলে আসবে সামনে। যাবতীয় নতুন নথিপত্র জমা দিন। এরপর নিচে দেওয়া দুটি বক্সে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করুন। চলে আসবে পেমেন্ট অপশন।
এতে ইউপিআই অথবা ব্যাংকিং ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হলে আপনার আধার আপডেট হয়ে যাবে। পরিবারের প্রধানের অনুমতি নিয়ে ঠিকানা আপডেট করতে পারবেন। আপনার বাড়ির সদস্যদের নাম ঠিকানা বদলাতে পারবেন।
আরও পড়ুন: Aparajita Adhya: বিয়ের পর এবারে ধুমধাম আয়োজনে দাদার রিসেপশন পার্টি দিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য