Aajker Rashifal 30 November: “ষ রাজ” যোগে শনির কৃপায় কপাল খুলবে ৬ রাশির! জেনে নিন ৩০ নভেম্বর আজকের রাশিফল

Aajker Rashifal 30 November: আজ শনিবার! ক্যালেন্ডারে বলছে নভেম্বরের ৩০ তারিখ। এদিন শনি দেবের আশীর্বাদে কবল বদলে যাবে এসব রাশির। সঙ্গে থাকছে ষ রাজ যোগ! যার ফলে সমস্যার অবসান হয়ে জীবনে মধুরতা আসতে চলেছে। তবে কিছু কিছু রাশিতে রয়েছে সমস্যার যোগও। চলুন জেনে নিই আজকের রাশিফল! WhatsApp Group Join Now ...

Published on:

Today's Horoscope

Aajker Rashifal 30 November: আজ শনিবার! ক্যালেন্ডারে বলছে নভেম্বরের ৩০ তারিখ। এদিন শনি দেবের আশীর্বাদে কবল বদলে যাবে এসব রাশির। সঙ্গে থাকছে ষ রাজ যোগ! যার ফলে সমস্যার অবসান হয়ে জীবনে মধুরতা আসতে চলেছে। তবে কিছু কিছু রাশিতে রয়েছে সমস্যার যোগও। চলুন জেনে নিই আজকের রাশিফল!

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মেষ: আজ পেশাগত জীবনে সাফল্য আসবে। ভালো ফল পাবেন। শিক্ষার্থীদের কর্মজীবনে সফলতা আসবে। নতুন কাজের জন্য আজকের দিনটি শুভ। সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে তবে কথার মাধ্যমে সমস্যা মিটবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বৃষ: কাজে মনোযোগ বাড়াতে হবে। বিতর্ক এড়িয়ে চলুন। আর্থিক উন্নতি হবে আজ। নতুন করে বিনিয়োগ করতে পারেন। কথার মাধ্যমে সমস্যা মেটানো যাবে। সুখ শান্তি থাকবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মিথুন: আজ পরিশ্রমের ফল পাবেন। আজ কাজের প্রশংসা পাবেন। শেয়ার বাজারের বিনিয়োগে লাভ আসবে। লক্ষ্যে অবিচল থাকুন। অবিবাহিতদের বিয়ে স্থির হিতে পারে। ভ্রমণের সুযোগ আসতে পারে। জীবনে নতুন প্রেম আসতে পারে।

কর্কট: অতিথি আগমন হবে। অফিসে কাজের চাপ থাকবে। বিনিয়োগের ভালো রিটার্ন আসবে। শিক্ষামূলক কাজে ভালো ফল আসবে। স্বাস্থ্যের নজর রাখুন। খাবার বুঝে খান। প্রেম ভালো যাবে।

সিংহ: আজ খরচ বাড়বে। আয়ের নতুন পথ খুঁজে নিতে হবে। দুঃখ দুর্দশা থাকবে। পরিবারের সমস্যা কথা বলে মিটিয়ে নিন। রাগ ত্যাগ করুন। টাকার লেনদেন না করাই শ্রেয়। প্রেম আরও রোমান্টিক হবে।

কন্যা: আজ পেশাগত জীবনে প্রশংসা পাবেন। আর্থিক সিদ্ধান্তগুলো উপকারী প্রমাণিত হবে। সম্মান বাড়বে। বন্ধুদের সাথে ছুটির পরিকল্পনায় দেরি হতে পারে। সম্পর্কে অহংকার আসতে দেবেন না। যোগব্যায়াম করুন।

বৃশ্চিক: আজ আর্থিক ভাবে উপকৃত হবেন। আর্থিক শক্তি বাড়বে। খ্যাতি আসবে। আটকে থাকা কোনো কাজ আজ শেষ হবে। প্রিয়জনদের সাথে ভালো সময় কাটবে। কাজের জন্য বাইরে ভ্রমণ হতে পারে।

ধনু: আজ খরচ বাড়বে। মনের অশান্তি বাড়বে। অংশীদারি ব্যবসায় সাবধানতা রাখতে হবে। আর্থিক ক্ষতির হবে নইলে। শত্রুর ষড়যন্ত্র ব্যর্থ হবে।

মকর: আজ দিনটি শুভ এবং ব্যবসায় লাভ আসবে। সফলতা আসবে। অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। ব্যবসা পরিবর্তনের ইচ্ছে থাকলে চেষ্টা করতে পারেন।

কুম্ভ: আজ কোনো কাজে প্রচুর দৌড়াদৌড়ি হবে। খরচ বাড়বে। সম্পত্তি কেনা বেচার ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকতে হবে। আইনি দিক গুলি বিচার করে নিন। পরিবারে সকলের স্বাস্থ্য ভালো থাকবে। অর্থ আসবে।

মীন: আজ কর্মজীবন সোনায় সোহাগা হবে। কাজের জন্য ভ্রমণও হতে পারে। ব্যবসায় ধারাবাহিক উন্নতিতে মনে আনন্দ থাকবে। সমস্ত কাজে আজ সফলতা আসবে।

আরও পড়ুন: Ajker Rashifal 29 November: শুক্রবারের মা লক্ষ্মীর আশীর্বাদের কৃপায় কপাল বদলে যাবে এই ৪ রাশি! জানুন আজকের রাশিফল