Aishwarya-Abhishek: গত এক বছর ধরে ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের সম্পর্ক নিয়ে নানান রকম কথা হচ্ছে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে। বচন পরিবারের সঙ্গে ঐশ্বর্য রাইয়ের ঝামেলার নানান ছবি উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতে। এমনকি আম্বানি পরিবারের বিয়ের সময়ও মেয়ে আরাধ্যায়ের সঙ্গে আলাদা ভাবে উপস্থিত ছিলেন ঐশ্বর্য। বচ্চন পরিবারের সঙ্গে দেখা যায়নি তাকে।
এবারে ঐশ্বর্য এবং অভিষেকের মধ্যে সম্পর্ক নিয়ে সরাসরি মুখ খুললেন অভিষেক নিজে। গত এক বছর ধরে অভিষেক এবং ঐশ্বর্য সম্পর্কে নানা রকম কথা শোনা গিয়েছে। তারা নাকি ডিভোর্সের পথ বেছে নিতে চলেছেন, আবার কখনো শোনা গিয়েছে তারা নাকি অনেকদিন ধরেই আলাদা থাকছেন। ঐশ্বর্য রাগ করে নাকি নিজের মেয়েকে নিয়ে বাপের বাড়ি রয়েছেন বর্তমানে। এই ধরনের নানান কথা ঘুরছিল চারিদিকে।
তবে এই নিয়ে অতীতে কখনই মুখ খুলতে দেখা যায়নি বচ্চন পরিবারের সদস্যদের। এবার বিদেশে গিয়ে এক সংবাদ মাধ্যকে সত্যিটা স্পষ্ট করে দিলেন অভিষেক। এই মর্মে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বললেন, ‘এই নিয়ে আপনাদের আমার কিছু বলাকর নেই। অনুমানের ভিত্তিতে আপনারা এই বিষয়টাকে এতবড় করেছেন। দুঃখের। আমি বুঝতে পারছি আপনারা কেন এটা করছেন। আপনাদের কিছু খবর লিখতে হয়। ঠিক আছে। আমরা সেলিব্রিটি। আমাদের এটা মেনে নিতে হবে। এখনও বিবাহিত। দুঃখিত।’
বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে বচ্চন পরিবারে ভাঙ্গন ধরেছে। ঐশ্বর্য রাই নাকি শ্বশুর বাড়ি থেকে চলে গিয়েছেন, থাকছেন বাপের বাড়িতে মা এর সাথে। ঐশ্বর্যর সমস্যা মূলত জয়া ও অমিতাভ কন্যা শ্বেতার সঙ্গে। আসলে যেদিন থেকে শ্বেতা নন্দা ও নিখিল নন্দার বিবাহ বিচ্ছেদ হয়েছে সেদিন থেকেই তিনি পাকাপাকি ভাবে চলে এসেছেন বাপের বাড়ি। আর সেই নিয়েই মূলত অশান্তি।
অমিতাভ তাঁর প্রতীক্ষা বাংলোটি মেয়ের নামে লিখে দিয়েছেন, সেই ডকুমেন্টসও এসেছে সামনে। কিছুদিন আগেই ধুমধাম করে আয়োজিত হয়েছিল শ্বেতার জন্মদিন। বচ্চন পরিবারের প্রত্যেকে সেই পার্টিতে উপস্থিত থাকলেও সেদিনও ছিলেন না বউমা ঐশ্বর্য। এমনকি মেয়ে জামাইয়ের বিবাহ বিচ্ছেদের খবর সামনে আসতে দিচ্ছেন না বচ্চন পরিবার।