Abhishek Bachchan: জল্পনা চলছিল বহুদিন থেকেই। বচ্চন বাড়িতে লেগেছে নাকি হাতাহাতি। সম্পত্তি নিয়ে ঐশ্বর্য এবং বচ্চন পরিবারের বাকি সকলে দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছেন। শশুরের জলসা বাড়ি নাকি ভীষণ পছন্দ বৌমার কিন্তু তাকে নাকোচ করে সেই বাড়ি মেয়ের নামে লিখে দিয়েছেন অমিতাভ। অন্যদিকে মেয়ে এবং স্বামীকে নিয়ে অন্যত্র থাকতে চেয়েছিলেন রাইসুন্দরী। তাতে বেঁকে বসেন অভিষেক, স্পষ্ট জানিয়ে দেন তিনি মা-বাবাকে ছাড়া কোথাও থাকবেন না।
ব্যাস শুরু হয়ে যায় গার্হস্থ ঝামেলা। এখন তাই মেয়েকে নিয়ে ব্যাঙ্গালোরে মায়ের কাছেই থাকছেন ঐশ্বর্য। অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে আম্বানির বিয়ে কোনখানেই শ্বশুরবাড়ির কারো সাথে দেখা যায়নি বিশ্ব সুন্দরীকে। আবার অভিষেকের হাতে বিয়ের আংটি উধাও হতেই নতুন করে জোরালো হয়েছে এই জল্পনা।
যদিও দুই তরফের কেউই এই বিচ্ছেদ নিয়ে কোন কথা বলতে চাননি। এর মাঝেই এবার বড় খবর ফাঁস করলেন অভিষেক। সিঙ্গেল ফাদার হিসেবে মেয়েকে মানুষ করতে চান। তবে কি ডিভোর্সের জল্পনা দিলেন সিলমোহর। আর সত্যিই কখনো এক হবেন না অভিষেক এবং ঐশ্বর্য। কি কারনে তাদের মধ্যে এই ঝামেলা। নিজের সন্তানকে খুশি রাখতে যা ইচ্ছে তাই করতে পারেন অভিষেক। এবার কি তবে ঐশ্বর্যর কাছ থেকে সন্তান আরাধ্যার কাস্টডি দাবি করবেন জুনিয়র বচ্চন। বাস্তবে নয় সিনেমায় এবার সিঙ্গেল ফাদারের ভূমিকায় অভিষেক।
আন্তর্জাতিক কন্যা দিবস উপলক্ষে প্রাইম ভিডিওর তরফ থেকে একটি আসন্ন সিনেমার ঘোষণা করা হয়েছে। সেই সিনেমার পোস্টার ইতিমধ্যেই ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এখানে অভিষেকের সঙ্গে দেখা গিয়েছে অভিনেতা এনায়েত বার্মাকে। ছবির মূল বিষয়বস্তু এক সিঙ্গেল ফাদারকে নিয়ে। বাবা মেয়ের মিষ্টি সম্পর্ককে তুলে ধরা হবে এখানে। একটি মেয়ে রিয়েলিটি শোতে অংশগ্রহণ করতে চায়।
কিভাবে বাবার অনুপ্রেরণায় এগিয়ে যাবে সে সেটাই দেখানো হবে এই ছবিতে। ছবি পরিচালনায় রয়েছেন রেমডি সুজা। বি হ্যাপি এক সিংগেল ফাদার নামের এই রিয়েলিটি শো ভিত্তিক সিনেমা মানুষের মন জয় করবে বলেই বিশ্বাস পরিচালক এবং অভিনেতার।। অভিষেক নিজেও জানিয়েছেন, আমি আনন্দিত আন্তর্জাতিক কন্যা দিবসে একজন সিঙ্গেল ফাদারের ভূমিকায় থাকতে পারবো।
তিনি ধন্যবাদ জানিয়েছেন পরিচালক কোরীয় গ্রাফার রেমোকে। কোথাও গিয়ে কি এই ছবি অনুপ্রাণিত হবে তার মেয়ের জীবনাদর্শের সাথে? সে প্রশ্ন এড়িয়ে গিয়ে অভিষেক বলেন এনায়েত বর্মা নোরা ফাতেহির সাথে অভিনয়ের সৌভাগ্য হচ্ছে আবার। থাকছেন অভিনেতা জনি লিভার, আপাতত এটাই বড় পাওনা।