AC Bus: এপ্রিল মাস পড়তে না পড়তে রাজ্য জুড়ে গরমের তীব্র তাপপ্রবাহ শুরু হয়ে গিয়েছিল। যার কারণে সরকারি স্কুলগুলো পড়ুয়াদের কথা মাথায় রেখে গরমের ছুটি তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল। তবে স্কুলে গরমের ছুটি পড়লেও যারা চাকরি করেন বা কাজের সুত্রে যাদের বাইরে বেরোতে হয় তাদের তো আর কোনো গরমের ছুটি নেই। যদিও মে মাসে বৃষ্টির কারণে কিছুদিন স্বস্তি থাকলেও জুন থেকে আবারও সেই অস্বস্তিকর গরম পড়েছে।
আর এই গরমে যারা বাসে নিত্যযাত্রী রয়েছেন তাদের ভীষণ কষ্ট। এসি বাস ছাড়া যেন চলাফেরা করে অসম্ভব হয়ে উঠেছে। তাই প্রতিদিন যারা বাসে যাতায়াত করেন তাদের কথা মাথায় রেখেই রাজ্য সরকার নতুন উদ্যোগ নিতে চলেছে। জুন মাসের শুরু থেকেই আবহাওয়া জনিত অস্বস্তির কারণে এত গরম পড়েছে। আর তাতেই ভীষণ কষ্ট হচ্ছে নিত্য বাস যাত্রীদের। এবারে রাজ্যের নেওয়া নতুন উদ্যোগের কারণে কিছুটা স্বস্তি মিলল।
AC Bus In WestBengal:
ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে জানানো হচ্ছে, যে সকল বাস, যাত্রীদের কথা মাথায় রেখে নামানো হচ্ছে সেই প্রত্যেকটি বাস হবে এসি বাস। নিত্য যাত্রীদের কথা মাথায় রেখে প্রতিটি বাস এসি বাস করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন রুটে এই এসি বাস গুলি চালু করা হয়েছে। গত বছর যে সমস্ত বাসগুলি চালানোর পরে খারাপ হয়ে যায়, সেগুলি আবার নতুন করে মেরামত করে জানুয়ারি, ফেব্রুয়ারি মাস থেকে চালানোর শুরু হয়ে গিয়েছে। ভোটের জন্য রুটের বাস নির্বাচন কমিশনের তরফ থেকে নিয়ে নেওয়া হয়েছে।
তবে ভোট পর্ব শেষ হয়ে যাওয়ার পরে সাধারণের যাতায়াতের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। এই মুহূর্তে রাজ্য পরিবহন দপ্তরের হাতে ৬৩ টি AC VOLVO বাস রয়েছে, যার মধ্যে ২৫ টি চলে। তবে খুব শীঘ্রই এই সংখ্যাটা আরো বাড়িয়ে দেওয়া হবে। রাজ্য পরিবহন দপ্তরের হাতে আগে থেকেই ৩৫০ টি এসি বাস ছিল। তবে যান্ত্রিক গোলমালের জন্য ১০০ থেকে ১৩০ টি ছাড়া বাকি বাস বসে আছে। তবে সেগুলি মেরামত করে পুনরায় চালু করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।