Kolkata Metro: আর মাত্র কয়েকটা দিন অপেক্ষার। ঘরের মেয়ে উমা আসবেন বাড়িতে। তার জন্য সাজো সাজো রব পড়ে গিয়েছে বিভিন্ন বাড়িতে। এর মধ্যেই এবার সুখবর দিল মেট্রো। দুর্গাপুজোর কেনাকাটা নিশ্চয়ই এখনো বাকি রয়েছে? এই বাকি কেনাকাটা সেরে ফেলতে আর গাড়ি নিয়ে নাজেহাল হতে হবে না। অতিরিক্ত ট্রেন থেকে মেট্রো এমনকি অতিরিক্ত বাস পর্যন্ত চলবে। বরাবর যাত্রীদের জন্য একগুচ্ছ নয়া ভাবনা নিয়ে আসে কলকাতা মেট্রো। বউবাজার মেট্রো নিয়ে এবার সুখবর শোনালো কলকাতা মেট্রো (Kolkata Metro)।
এতদিন বউবাজার মেট্রো নিয়ে চলছিল নানান গড়ীমসি। বউ বাজারে মেট্রো চালাতে গিয়ে বারবার নানান সমস্যার মুখোমুখি হতে হয়েছে মেট্রো রেলকে। কখনো পুরনো বাড়িতে চলেছে ফাটল আবার কখনো অভিযোগ এসেছে মেট্রোর কাজ করা যাবে না।
বউবাজারের বিভিন্ন পুরনো বাড়িগুলিতে বিপদ পরিস্থিতি তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত কাজ বন্ধ রেখে পুনর্বাসনের ব্যবস্থায় লেগে পড়েছিল মেট্রো রেলের আধিকারিকরা। অনেকেই ভেবেছিলেন বউবাজারের এই মেট্রো হয়তো স্বপ্নই থেকে যাবে। পুজোর আগেই আবার শুরু হয়েছে কাজ চলতি মাসের ৫ তারিখে বউবাজারে মেট্রোর ক্রস প্যাসেজের কাজ করতে গিয়ে বিপর্যয়ের মুখোমুখি হতে হয় ইঞ্জিনিয়ারদের।
দুর্গা পিতুরি লেনে আবারো ধরেছিল ফাটল। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন বারবার তারা ক্ষতির মুখোমুখি হয়ে কাজ করতে দেবেন না। দিনদিন পরিস্থিতি যেন আরো অবনতির দিকে এগিয়ে যাচ্ছিল। তবে এবার মেট্রো নিয়ে এলো বড় আপডেট। বৃহস্পতিবার মধ্যরাত্রে হোটেলে সরিয়ে দেওয়া হলো বাসিন্দাদের। দু সপ্তাহ ধরে চলবে মাটির নিচে বিভিন্ন প্রতিরোধমূলক কাজ।
শিয়ালদা থেকে এসপ্লানেড ২.৫ কিলোমিটার অংশের কাজ পুরোটাই শেষ হয়ে গিয়েছে! বর্তমানে চলছে লাইন পাতার কাজ! আর কোন বড় সমস্যার মুখোমুখি হতে হবে না কলকাতা মেট্রো কর্তৃপক্ষকে। ইতিমধ্যেই সবুজ সংকেত দিয়ে দিয়েছে মেট্রোরেল। এবার আর কোন হয়রানি নয়। পুরনো বাড়িতেই ফিরতে পারবেন হোটেলে যাওয়া শহরবাসী। আবার একই সঙ্গে নয়া মেট্রো লাইনে চলবে পাতাল রেল।
আরও পড়ুন: Bengal Flood: বন্যা কবলিত এলাকায় অভয়া ক্লিনিক শুরু করতে চলেছে জুনিয়র ডাক্তাররা! জানুন বিস্তারিত