Airtel Data Booster: উত্তরোত্তর জিনিসপত্রের দাম বাড়ার সঙ্গে সঙ্গে জুলাইয়ের শুরুতে রিচার্জ প্ল্যান এর দাম বাড়িয়েছে দেশের কয়েকটি নামিদামি টেলিকম সংস্থা। যার ফলে স্বাভাবিকভাবেই টান পড়েছে মধ্যবিত্তের পকেটে। জুলাইয়ের শুরুতে প্রিপেড অথবা পোস্টপেইড কানেকশন দুই ক্ষেত্রেই রিচার্জ প্ল্যানের ট্যারিফ (Recharge Tariff) বাড়িয়ে দিয়েছিল এয়ারটেল। যার ফলে অসুবিধায় পড়তে হয়েছে সাধারণ গ্রাহকদের।
তবে এইবার গ্রাহকদের সুবিধার্থে আনলিমিটেড ৫জি এনেছে এয়ারটেল। কোনো গ্রাহকের ফোনে ৫ জি প্ল্যান রিচার্জ না করা থাকলেও, আনলিমিটেড ৫ জি ডেটা পাবেন তারা। তাছাড়া অতিরিক্ত ৪ জি ডেটাও মিলবে।
Airtel এক বিবৃতিতে জানিয়ে দিয়েছে, যে সমস্ত ইউজাররা ফোনে এক জিবি অথবা ১.৫ জিবি ব্যবহার করে থাকেন তারা 5G- এর সুবিধা পাবেন না। আনলিমিটেড 5G বুস্টার প্যাক যদি তারা রিচার্জ করে থাকেন তবে পাবেন 5G কানেক্টিভিটেড সাপোর্ট। শুনতে অবাক লাগলেও এই প্যাকের খরচ মাত্র ৫১ টাকা, এছাড়াও আরো দুটো প্ল্যান রয়েছে হার একটির খরচ ১০১ টাকা এবং অন্যটির খরচ ১৫১ টাকা।
৫১ টাকা বুস্টার প্যাকে এয়ারটেল গ্রাহকরা পাবেন 3Gb, ১০১ টাকার বুস্টার প্যাকে এয়ারটেল গ্রাহকরা পেয়ে যাবেন 6Gb আর ১৫১ টাকার বুস্টার প্যাকেটে এয়ারটেল গ্রাহকরা পাবেন 9Gb। উল্লেখ্য, এই সকল বুস্টার প্যাকের মেয়াদ ফোনে থাকা মূল রিচার্জ প্ল্যান এর মেয়াদ অনুসারেই থাকবে অর্থাৎ রিচার্জের মেয়াদ শেষ হওয়ার পর আর এই বুস্টার প্যাকের সুবিধা পাবেন না গ্রাহকরা।