Ajker Rashifal 17 December: মঙ্গলবারে সূর্যদেবের কৃপায় বদলে যাবে এই ৫ রাশির ভাগ্য জানুন আজকের রাশিফল

Ajker Rashifal 17 December: আজ ১৭ই ডিসেম্বর মঙ্গলবার। মঙ্গল ও সিদ্ধি নক্ষত্রের মিলিত যোগে আজকের দিনের গুরুত্ব বিশেষ বাড়িয়ে তুলেছে। আজ রাশিচক্রের এইসব রাশি বিশেষ ভাবে এর উপকার পেতে চলেছে। হতে পারে প্রচুর লক্ষীলাভ। তাই দেরি না করে চলুন জেনে নিই আজকের রাশিফল: WhatsApp Group Join Now Telegram Group Join ...

Published on:

Ajker Rashifal 19 November: সিদ্ধি ও পঞ্চম যোগে ভাগ্যের চাকা ঘুরে যাবে পাঁচ রাশির! জেনে নিন আজকের রাশিফল

Ajker Rashifal 17 December: আজ ১৭ই ডিসেম্বর মঙ্গলবার। মঙ্গল ও সিদ্ধি নক্ষত্রের মিলিত যোগে আজকের দিনের গুরুত্ব বিশেষ বাড়িয়ে তুলেছে। আজ রাশিচক্রের এইসব রাশি বিশেষ ভাবে এর উপকার পেতে চলেছে। হতে পারে প্রচুর লক্ষীলাভ। তাই দেরি না করে চলুন জেনে নিই আজকের রাশিফল:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

মেষ: মন শক্ত করে চলতে হবে। নিজের কাজে আরও মনোযোগ বাড়াতে হবে। অর্থ ভাগ্য ভালো যাবে। তবে ধৈর্য্য ধরতে হবে অন্যথায় বিপদ হবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বৃষ: ব্যস্ততা পূর্ণ দিন কাটতে চলেছে। কাজের জায়গায় প্রশংসা পাবেন। দিনের শেষ ভাগে ভালো সময় কাটবে পরিবারের সাথে। ব্যবসায়ীদের জন্য দিনটি মোটামুটি যেতে চলেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

মিথুন: আজ নিজেকে বেশি সময় দিন। অতিরিক্ত চিন্তা করবেন না। বাক সংযম রাখা প্রয়োজন আছে। নতুন কাজে চেষ্টা চালিয়ে গেলে সুফল আসবেই।

কর্কট: ধর্মে মনোযোগ আসতে পারে। স্বাস্থ্য সমস্যা আসতে পারে। ভেবে চিন্তে খাওয়াদাওয়া করতে হবে। অতিরিক্ত কাজের চাপ নেবেন না তবে হিতে বিপরীত হবে।

সিংহ: আজ ব্যবসায় উন্নতির দিন। মাথা ঠাণ্ডা রাখুন। বড়দের সাথে আলোচনা করে তবেই কোনো বড় সিদ্ধান্ত নিন। অতিরিক্ত কাজের চাপ ভোগাতে পারে।

কন্যা: আজ আপনার দিনটি খুব একটা ভালো যাবেনা আবার খারাপ ও যাবেনা। আজ সকলে আপনার গুরুত্ব বুঝবে। আজ ভালো অর্থ উপার্জন হতে পারে তবে ব্যয় করার সময়েও বুঝে করতে হবে।

তুলা: সন্তানের ভবিষ্যত আপনাকে চিন্তায় ফেলতে পারে। তবে আপনি বুদ্ধির সাথে সমস্ত সমস্যার মোকাবিলা করতে পারবেন। অতিরিক্ত ভালোমানুষির জন্য বিপদ আসতে পারে। চোখ কান খোলা রাখুন।

বৃশ্চিক: আজ রাস্তায় সাবধান থাকুন। জলপথ ভ্রমণ এড়িয়ে চলা শ্রেয়। দিনের প্রথম দিকে চাপ থাকলেও বিকেলের পর ফাঁকা সময় পাবেন। শিক্ষার্থীদের উন্নতি হবে।

ধনু: নিজের জন্য সময় বের করুন। স্বাস্থ্য ভালো থাকবে। পরিবারে সম্পত্তির বিবাদ হতে পারে। তবে সাময়িক এই সমস্যায় বিচলিত হবেন না।

মকর: আজ হঠাৎ কোনো উৎস থেকে টাকা পেয়ে আপনার মন ভালো থাকবে। দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন। কোনো দীর্ঘদিনের আইনি সমাধান হবে এবং আপনি লাভবান হবেন।

কুম্ভ: পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। বিবাহযোগ্যদের বিয়ের কথা এগোতে পারে। বাড়ির কারো অসুস্থতা আপনাকে বিচলিত করতে পারে। তবে দেরিতে হলেও সফলতা আসবেই।

মীন: আজ শত্রুরা সক্রিয় থাকবে তাই আপনাকে সবসময় সজাগ থাকতে হবে। আর্থিক হানি হতে পারে তাই টাকার লেনদেন আজ এড়িয়ে চলুন। পারিপার্শ্বিক অবস্থার জন্য আজ আপনার মন বিচলিত থাকবে।

আরও পড়ুন: Ajker Rashifal 15 December: অর্দ্র নক্ষত্রের শুভ যোগে ভাগ্যের চাকা ঘুরে যাবে এই ৫ রাশির! জেনে নিন আজকের রাশিফল