Ajker Rasifal 1 October: আজ ১ অক্টোবর মঙ্গলবার অর্থাৎ বজরঙবলীর আরাধনার দিন। ব্রহ্মযোগে মেষ – কর্কট সহ আরো তিন রাশির ভাগ্যের দরজা আজ খুলে যাবে। কিছু কিছু রাশির জাতক জাতিকাদের প্রচুর অর্থ লাভের যোগ থাকছে কারো বা ব্যবসায় প্রচুর লাভের দেখা মিলবে। তবে এমন কিছু রাশিও রয়েছে যাদের দিন খুব একটা ভালো যাবেনা। আসুন জেনে নিই আজকের দিনটি আপনার কেমন যাবে।
মেষ: আজ আপনি পেশাগত দিক দিয়ে খুব সৌভাগ্যবান হবেন। অর্থনৈতিক সমস্যা কেটে যেতে পারে। তবে কাজের চাপ থাকবে। কর্মসূত্রে দূরে কোথাও যেতে হতে পারে।
বৃষ: আজকে আপনার দিনটি সাফল্যে পূর্ণ হবে। আপনার সব পরিকল্পনা সফল হবে। ধন সম্পদ বৃদ্ধি পাবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ আজ মিটবে। আর্থিক সমস্যা শেষ হবে।সন্ধ্যায় বাড়িতে অতিথি আসতে পারে। সব কাজে সাবধানতা অবলম্বন করুন।
মিথুন: সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে। অযথা মাথা গরম করবেন না নাহলে অন্যের দুঃখের কারণ হবেন। আজ দীর্ঘদিনের আটকে থাকা কাজ সুসম্পন্ন হবে। ব্যবসায় লাভ আসবে।
কর্কট: পরিবারে বিবাদ বাড়বে যা পরিস্থিতি আরোও জটিল করে তুলতে পারে। পরিবারের কারো স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন থাকবেন। বিপদে আপদে স্ত্রীকে পাশে পাবেন। অপ্রত্যাশিত ভাবে উপহার পাবেন।
সিংহ: আজ এই জাতক জাতিকাদের ব্যবসার কূটনৈতিক সম্পর্ক গুলিতে নজর দিতে হবে। নাহলে বিপদে পড়বেন। বন্ধুদের সাথে কথা বললে মন হালকা হবে। আদালতে আইনি কোনো মামলা চললে তাতে জয় লাভের সম্ভাবনা রয়েছে।
কন্যা: আজ আপনাকে বিচক্ষণতার সাথে কাজ করতে হবে। যেকোনো পদক্ষেপ ভেবে চিন্তে নিতে হবে। শিক্ষার ক্ষেত্রে বিভ্রান্তি আসবে তবে নিজেকেই তা কাটিয়ে উঠতে হবে। ব্যবসায় লাভ হতে পারে।
তুলা: নতুন বাড়ি কেনার ইচ্ছে থাকলে আজকের দিনটি আপনার বাড়ি কেনার পক্ষে খুব শুভ। দিন ভালো যাবে। রাস্তাঘাটে গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করুন।
বৃশ্চিক: নববিবাহিতদের ক্ষেত্রে আজকের দিনটি একটু সাবধানে কাটাতে হবে। মনোমালিন্য হতে পারে। চাকুরীজীবিদের কেরিয়ার উন্নতির নতুন রাস্তা দেখাবে। ব্যবসায় বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে।
ধনু: পুরানো বিনিয়োগ থেকে মোটা টাকা রোজকার হওয়ার সম্ভাবনা রয়েছে। মনে শান্তি বজায় থাকবে।আটকে থাকা টাকা ফেরত পাবেন। কাজে অবহেলা করলে সমস্যা বাড়বে। ব্যবসায় লাভ হবে।
মকর: আজ আর্থিক দিক থেকে আপনার উন্নতি হবে। সবার কাছে আপনার সম্মান বাড়বে। ব্যবসায় লাভ আসবে এছাড়া আরো অনেক সুসংবাদ আসবে। তর্কাতর্কি এড়িয়ে চলুন। ধর্মীয় স্থানে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে।
কুম্ভ: কেরিয়ারে অগ্রগতি হবে। সারাদিন বিভিন্ন সুযোগ পাবেন। ধর্মীয় কাজের সুযোগ আসতে পারে। আজ ব্যবসায়িক সমস্ত পরিকল্পনা সফলের দিন আপনার জন্য। এছাড়া ভ্রমণের যোগ দেখা যাচ্ছে।
মীন: মীন রাশির মানুষদের আজ কেরিয়ারের দিক থেকে অনেক ভালো যাবে। উন্নতির পথ খুলে যাবে আপনার জন্য।পড়াশুনায় আগ্রহ বাড়বে। কথা-কাটাকাটি এড়িয়ে চলুন। গোপন শত্রু ক্ষতি করার চেষ্টা করতে পারে। আজ কাউকে টাকা ধার দেবেন না।
আরও পড়ুন: Mithun Chakraborty: ভারতের সিনেমার জগতের ‘ডিস্কো কিং’, পেলেন দাদাসাহেব ফালকে!