Ajker Rasifal 2 October: আজ অক্টোবরের ২ তারিখ, মহালয়ার দিন। আজই অসুর নিধন করে জগতের কালিমা ঘোঁচাবেন মা দুর্গা। সঙ্গে আজই বছরের শেষ সূর্যগ্রহণ। জানা যাচ্ছে আজ বারোটি রাশির উপরেই এর প্রভাব পড়তে চলেছে। ফলে তাদের রোজকার জীবনে আসতে চলেছে নানা পরিবর্তন। তাই আর দেরি না করে চলুন দেখে নিই আজ কার ভাগ্যে কি আছে।
মেষ: আজকের দিনটি সাবধানে কাটানোর চেষ্টা করুন। নিজের কাজে মনোযোগ বাড়াতে হবে। কর্মক্ষেত্রে উন্নতি আসবে। ব্যবসায় লাভ আসবে মনে সুখ শান্তি বজায় থাকবে।
বৃষ: আপনার জন্য আজকের দিনটি খুবই শুভ। কাজে সাফল্য আসবে। সমস্ত বাঁধা কেটে সুখের দিন আসবে। পরিবার ও কাছের মানুষদের সাথে ভালো সময় কাটানো যাবে। কেরিয়ারের ক্ষেত্রে ভালো খবর পাবেন!
মিথুন: আজকের দিনটি আপনার জন্য কেরিয়ারের উন্নতি হবে। জটিল কোনো কাজ সম্পন্ন করতে সমস্যা হবে। কর্মক্ষেত্রে প্রশংসা পাবেন। কাজের জন্য বাইরে যেতে হতে পারে। অপ্রত্যাশিত ভাবে টাকা পেতে পারেন। শরীর ভালো যাবেনা।
কর্কট: আজ কাজের চাপ থাকবে। দায়িত্ব পালনে ব্যার্থ হতে পারেন। নিজেকে সময় দিন এতে মন ভালো থাকবে। আজ টাকা ধার দেওয়ার জন্য উপযুক্ত নয়। ক্ষতি হতে পারে।
সিংহ: আজকে আপনার দিনটি মিশ্র হবে। জমে থাকা কোনো কাজ আজ শেষ হবে। বাড়ি গাড়ি কেনার ক্ষেত্রে দিনটি শুভ। সমালোচনার টার্গেট হতে পারেন। নিজের কাজে মন দিতে হবে।
কন্যা: আজ আপনাদের দিনটিও মিশ্র হতে চলেছে। মনোযোগ ভালো থাকবে।তর্ক করা থেকে নিজেকে বিরত রাখুন। নাহলে বিপদে পড়বেন। ব্যবসায় ওঠা নামা আসলে নিজেকেই তার থেকে সামলে উঠতে হবে।
তুলা: আয়ের নতুন পথ খুলবে। সুখ শান্তি বিরাজ করবে। ভ্রমণে বেরোনোর জন্য দিনটি শুভ। সম্পত্তি সংক্রান্ত কাজে গণ্ডগোল হতে পারে। টাকার চিন্তা মিটবে। ব্যবসায় লাভ হবে।
বৃশ্চিক: গনপতির কৃপা আজ আপনার উপর থাকবে। দীর্ঘ রোগ থেকে মুক্তি মিলবে। আর্থিক সমস্যার কাটবে। কাজের প্রশংসা পাবেন। মান সম্মান বৃদ্ধি পাবে। আজ দিনটি বেশ লডায়ক হবে।
ধনু: আজ আপনার সাথে ভালো কিছু ঘটবে ফলে আপনার আত্মবিশ্বাস বাড়বে। উত্তরাধিকারী সুত্রে সম্পত্তি লাভ হবে। আজ আপনার প্রেম জীবনও সুখের যাবে। দিনটি মিশ্র হতে পারে। শিক্ষার্থীরা সমস্যার সম্মুখীন হতে পারেন।
মকর: আজ পরিশ্রমের ফল পাওয়ার দিন। পুরানো কোনো বিনিয়োগ থেকে লাভ পাবেন। তবে নতুন বিনিয়োগের জন্য সময়টা সঠিক নয়। শরীর ভালো থাকবে।
কুম্ভ: আজকের দিনটি ব্যস্ততায় কাটবে। অতিরিক্ত ব্যয় হতে পারে। এখুনি নতুন সম্পত্তি কেনা থেকে বিরত থাকুন।আইনি ঝামেলা থেকে দূরে থাকার চেষ্টা করুন। সন্ধ্যা থেকে সময় ভালো যাবে ভাগ্য আপনার সঙ্গ দেবে।
মীন: আজ দিনটি আনন্দে কাটবে। কেরিয়ারের গ্রথের পথে কেউ বাধা দিতে পারবে না। ব্যবসায়ও উন্নতির যোগ রয়েছে। ভাগ্য প্রসন্ন হবে। ভালো ফল পাবেন।
আরও পড়ুন: Surya Grahan On Mahalaya 2024: মহালয়ার দিন বছর শেষের সূর্যগ্রহণ! কবে ও কোথায় দেখা মিলবে?