Ajker Rasifal 25 September: বুধ হলো গণপতির দিন। এদিন ধনু সহ আরো কয়েকটি রাশি অর্থযোগে কপাল খুলবে। সঙ্গে সুযোগ আসবে জীবনের উন্নতির। সঙ্গে কিছু রাশির দিন আজ ভালো না গেলেও যেতে পারে। আসলে ভালো খারাপের সংমিশ্রণ আমাদের এই পৃথিবী। রোজ এর বুকে কোথাও বা ভালো কোথাও বা খারাপ ঘটে চলেছে। আসুন জেনে নিই আজকের রাশিফল।
মেষ: আজ আপনার সব পরিকল্পনা সফল হবে। সুস্বাস্থ্যের অধিকারী হবেন। আজকের দিনটি আপনার লক্ষ্যপূরণের দিন। এক দিনের ঝটিকা সফরে যেতে পারেন। এতে শরীর ও মন উভয় ভালো থাকবে। নিজের কর্মের প্রশংসা পাবেন।
বৃষ: আজ আত্মবিশ্বাসের উপর ভর করে সফলতা আসবে। ব্যবসায়ীরা আজ ব্যবসায় লাভের মুখ দেখবেন। পারিবারিক ছোট খাটো সমস্যার নিষ্পত্তি হবে। কাজের জন্য ভ্রমণের সুযোগ হতে পারে।
মিথুন: স্বাস্থ্য ভালো থাকবে। আরও ভালো কোনো চাকরির সুযোগ আসতে পারে। কর্মস্থলে যেকোনো জটিল সমস্যা আজ মিটে যেতে পারে। কেউ কেউ পরিবার ও বন্ধুদের সাথে ভালো সময় কাটাতে পারেন। ভ্রমণের সময় সাবধান থাকুন। পর পর সাফল্য আসবে।
কর্কট: আজ সব সময় পজিটিভ ভাবনা রাখুন। স্বাস্থ্য ভালো থাকবে। ব্যবসায়ীরা নতুন চুক্তি পারবেন। কিছু আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে। লম্বা ভ্রমণের জন্য দিনটি ভালো। অতিরিক্ত তেল জাতীয় খবর এড়িয়ে চলুন। সন্ধ্যায় ডেটে যাওয়ার সুযোগ হতে পরে।
সিংহ: উপার্জন বৃদ্ধির নতুন অনেক সুযোগ পেতে পারেন। দীর্ঘ ভ্রমণে বেরোনো থেকে আজকের দিনটি বাতিল করুন। কর্মস্থলে সকলের সাথে মিলে মিশে কাজ না করলে বিপাকে পারবেন। প্রিয়জনের সাথে কথা বললে অনেক সমস্যার শেষ হবে।
কন্যা: আজ আপনার অর্থ ভাগ্য পুরো চকচক করবে। বন্ধুদের সাথে কোথাও যাওয়ার কথা ভাবতে পারেন। উত্তেজনা পূর্ণ ঘটনার সাক্ষী থাকার জন্য প্রস্তুত থাকুন। ব্যবসায়ীরা দীর্ঘপ্রতিক্ষিত টিন্ডার হাতে পেতে পারেন। বেশি ব্যয়ের সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য নজর দিন।
তুলা: গণেশের কৃপা পড়বে এই রাশির উপর। সব দুঃখ দুর হবে। বাড়িতে অতিথি আসতে পারেন। দূরের ভ্রমণের সুযোগ হতে পারে। কেরিয়ার ভালো যাবে।
বৃশ্চিক: আত্মবিশ্বাস আপনাদের বড় শক্তি হবে। আয়ের থেকে ব্যয় বেশি হতে পারে। মান সম্মান বৃদ্ধি পাবে। পরিবারে শান্তি থাকবে । ভ্রমণ ও আনন্দে দিন কাটবে।
ধনু: কর্মজীবনে বহুপ্রতিক্ষিত সাফল্য আসবেই। পরিশ্রমের ফল পাবেন। আজ অর্থলাভ হওয়ার যোগ রয়েছে।
মকর: আজকের দিনটি খুবই শুভ হতে চলেছে। পুরানো টাকা ফেরত পেতে পারেন। ধর্ম আগ্রহ বাড়াটা স্বাভাবিক। মনের শান্তি ও সুখ বজায় থাকবে।
কুম্ভ: আজকের দিনটি ভালো খারাপের মেশানো হতে চলেছে। কর্মক্ষেত্র সঠিক আলোচনায় না বসলে সমস্যা হতে পারে। আর্থিক সমস্যা দেখা দিতে পারে। সন্তানের থেকে ভালো খবর পেতে পারেন। পরিবারের সুখ শান্তি বজায় থাকবে।
মীন: আজ আপনার জীবনে সুযোগের বন্যা হবে। ব্যবসায় নতুন সরঞ্জাম যোগ করতে পারেন। দীর্ঘদিনের আইনি লড়াই শেষ হয়ে আপনি উপকৃত হবেন।
আরও পড়ুন:v Ajker Rasifal 24 September: মঙ্গলবার হনুমানজির আশির্বাদ বর্ষণ হবে এই ৪ রাশির উপর! জানুন আজকের রাশিফল