Amrit Bharat Project: কলকাতার প্রাণকেন্দ্র শিয়ালদহ স্টেশন (Sealdah Station) এবার বড়সড় পরিবর্তনের মুখে। প্রতিদিন লক্ষাধিক মানুষ এই স্টেশন ব্যবহার করেন, কিন্তু দীর্ঘদিন ধরে পরিকাঠামোগত সমস্যার কারণে যাত্রীদের নানা ভোগান্তির শিকার হতে হয়েছে। অবশেষে ১৬১ বছর পর এই ঐতিহ্যবাহী স্টেশন পেতে চলেছে এক নতুন পরিচিতি। কেন্দ্র সরকারের ‘অমৃত ভারত প্রকল্প’ (Amrit Bharat Project)-এর অধীনে শিয়ালদহ স্টেশনকে একেবারে বিমানবন্দরের মতো করে সাজানো হবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে কলকাতা তথা পূর্ব ভারতের অন্যতম ব্যস্ত রেল স্টেশন নতুন রূপে ধরা দেবে।
রেলের বাজেট এবং পরিকল্পনা
শিয়ালদহ স্টেশনের পরিকাঠামো উন্নয়নের জন্য রেল ইতিমধ্যেই ২৭ কোটি টাকা বরাদ্দ করেছে। প্রথম পর্যায়ে ৮.৫ কোটি টাকা খরচ করে প্রাথমিক কাজ শুরু হয়েছে। যাত্রীদের সুবিধার জন্য প্রবেশ এবং বাহির পথ আলাদা করা হবে, যাতে বিশৃঙ্খল পরিস্থিতি এড়ানো যায়। প্ল্যাটফর্ম, বিশ্রামকক্ষ (Waiting Room) এবং শৌচাগারগুলিকে (Toilets) বিশ্বমানের করা হবে। এছাড়া স্টেশনের বাইরে আধুনিক লুক আনার জন্য ডিজাইন পরিবর্তন করা হবে। এর পাশাপাশি লাগানো হবে অত্যাধুনিক LED ডিসপ্লে, যাতে যাত্রীরা ট্রেন সংক্রান্ত সমস্ত আপডেট সহজেই পেতে পারেন।
ট্রাফিক নিয়ন্ত্রণ ও যাত্রীদের সুবিধা
শিয়ালদহ স্টেশনের অন্যতম প্রধান সমস্যা হল অতিরিক্ত যাত্রী এবং যানজট (Traffic Congestion)। ব্যস্ত সময়ে স্টেশনের সামনের রাস্তা কার্যত অচল হয়ে পড়ে। এই সমস্যা সমাধানের জন্য রেল কর্তৃপক্ষ একাধিক পদক্ষেপ নিচ্ছে। ট্যাক্সি স্ট্যান্ড (Taxi Stand) এবং গাড়ি পার্কিং (Parking Zone)-এর জন্য নতুন পরিকল্পনা করা হয়েছে। কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দমদম স্টেশনেও আসবে পরিবর্তন
শিয়ালদহ স্টেশনের পাশাপাশি দমদম স্টেশনেও (Dumdum Station) পরিকাঠামো উন্নয়নের পরিকল্পনা করা হচ্ছে। মেট্রো (Metro), লোকাল ট্রেন (Local Train) এবং দূরপাল্লার ট্রেনের (Long-Distance Train) সংযোগস্থল হওয়ার কারণে প্রতিদিন অসংখ্য যাত্রী দমদম স্টেশনে যাতায়াত করেন। তাই দমদম স্টেশনেও আধুনিক পরিকাঠামো গড়ে তোলার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।
কবে শেষ হবে কাজ?
প্রকল্পের (Amrit Bharat Project) প্রথম পর্যায়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। রেল সূত্রের খবর, আগামী কয়েক বছরের মধ্যেই পুরো উন্নয়ন প্রকল্প সম্পন্ন হবে। যানজট নিয়ন্ত্রণ, প্ল্যাটফর্ম সম্প্রসারণ এবং স্টেশনের পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে যাত্রীদের জন্য আরও স্বাচ্ছন্দ্যের পরিবেশ তৈরি করা হবে। এক কথায়, ১৬১ বছর পর ঐতিহ্যবাহী শিয়ালদহ স্টেশন এক নতুন রূপে ধরা দিতে চলেছে, যা কলকাতার যাত্রীদের জন্য বড় সুখবর।
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |