Amrit Yojana: এবারে দেশের মহিলাদের জন্য রইল দারুন একটি সুখবর। শুধুমাত্র কাজের প্রশিক্ষণের মাধ্যমেই প্রত্যেক মহিলার ব্যাংক একাউন্টে ঢুকবে ৩০০০ টাকা। কিভাবে, কি উপায়ে, কোথা থেকে পাবেন এই টাকা? চলুন বিস্তারিতভাবে আজকের প্রতিবেদনে আপনাদের সমস্তটাই জানাই। আপনার নিশ্চয়ই সকলেই জানেন বর্তমান সময়ে জলের চাহিদা কি পরিমাণে বাড়ছে। বিভিন্ন জায়গায় জলের অভাবে পানীয় জল পাওয়াও দুষ্কর হয়ে পড়েছে।
তাই জলের এই গুরুত্ব বোঝার জন্য সরকার নতুন একটি প্রকল্প চালু করেছে। রাজ্য সরকার দ্বারা পরিচালিত এই প্রকল্পের নাম অমৃত প্রকল্প। অমৃত যোজনা প্রকল্পের দ্বারা বর্তমান সময়ে দাঁড়িয়ে বাড়িতে বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, পাশাপাশি জল সংরক্ষণ ও বিশুদ্ধ খাবার জলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কেও জনগণকে সচেতন করা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে। আর এই কাজের জন্য রাজ্যের অসংখ্য মহিলা কর্মী নিয়োগ করা হচ্ছে।
এই প্রকল্পে মহিলা কর্মী নিয়োগ করার একটাই কারণ সকল মহিলারা যাতে রাজ্য সরকারের আওতায় এসে এই কাজ শিখতে পারে, সকলকে সচেতন করতে পারে এবং নিজেদেরও কাজের সঙ্গে যুক্ত করতে পারে। রাজ্যের অভাবী পরিবারগুলিকে অমৃত 2.0 যোজনার সঙ্গে সংযুক্ত করা। পাশাপাশি এই যোজনার অধীনে জল সংরক্ষণের জন্য হ্রদ এবং পুকুরও তৈরির কাজ হচ্ছে।
তাই জন্য রাজ্যের অসংখ্য মহিলা কে এই কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অমৃত যোজনায় নিযুক্ত মহিলাদের প্রতি সপ্তাহে ৩০০০ টাকা করেও দেওয়া হচ্ছে। যা ৭ দিনের মধ্যেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবে এটি পশ্চিমবঙ্গের কোনো প্রকল্প নয়। উত্তরপ্রদেশ এর রাজ্য সরকার দ্বারা চালু করা হয় এই অমৃত 2.0 যোজনা।
আরও পড়ুন: 8th Pay Commission: এবারে কপাল খুলতে চলেছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের, এক লাফে বাড়ছে বেতন
এই প্রকল্পের মাধ্যমে উত্তরপ্রদেশের অসংখ্য মহিলার আর্থিক সাহায্য হতে চলেছে। এই প্রকল্পের কাজ হল মহিলারা বাড়িতে বাড়িতে গিয়ে পানীয় জলের বিশুদ্ধতা পরীক্ষা করে দেখবে। তার জন্য মহিলাদের সঠিক প্রশিক্ষণ দেওয়া হবে।