Vande Bharat: ভারতীয় রেলের সর্ব কনিষ্ঠ সংযোজন হলো বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন (Vande Bharat)। প্রথমে একটি ট্রেনের উদ্বোধন হলেও এখন পুরো দেশ জুড়ে প্রায় ১২০ টিরও বেশি বন্দে ভারত চলাচল করে বিভিন্ন প্রান্তে যাত্রীদের পৌঁছে দেয়ার জন্য। এরকমই দুটি নতুন লাইনে গত ১৬ সেপ্টেম্বর হাওড়া থেকে চলতে শুরু করেছে আপ ও ডাউন লাইনে মোট চারটি বন্দে ভারত ট্রেন। হাওড়া-ভাগলপুর ও হাওড়া-গয়া এই দুটি নতুন রুটে চলছে বন্দে ভারত। এবার এই বিষয়েই গুরুত্বপূর্ণ তথ্য দিলো ভারতীয় রেল।
22309/22310 হাওড়া-ভাগলপুর-হাওড়া এবং 22303/22304 হাওড়া-গয়া-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস দুটি বর্তমানে চলছে সপ্তাহের ৬দিন। প্রতি রবিবার রক্ষণাবেক্ষণের কারণে ট্রেনটি বন্ধ থাকবে। এই ট্রেনে যাত্রীদের সুরক্ষা, সুস্বাদু খাবার, স্বল্প সময়ের যাত্রা ও আরামদায়ক ভ্রমণের উপর নজর দেওয়া হয়। এই দুটি ট্রেনও তার ব্যতিক্রম নয়। বরং এই ট্রেন দুটি আঞ্চলিক এলাকা গুলিকে দ্রুত ট্রেন পরিষেবার আওতায় যুক্ত করার লক্ষ্য নিয়ে চলতে শুরু করে।
পুজোর ছুটির মরশুমের মতো পিক সিজনে যাত্রীদের চাপ নিয়ে সফল ভাবে চলছে বন্দে ভারত। প্লাস সিটিং, অনবোর্ড ক্যাটারিং এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থা প্রদানে গভীর ভূমিকা রাখাই এর লক্ষ্য। ভাগলপুর থেকে বোলপুর পর্যন্ত ভাড়া খাওয়াদাওয়া-সহ মাত্র ৭৪৫ টাকা দুমকা থেকে হাওড়া পর্যন্ত ভাড়া পড়বে খাওয়া-দাওয়া-সহ ১০১৫ টাকা।
আবার রামপুরহাট থেকে দুমকা পর্যন্ত যেতে খাওয়া ছাড়া আপনাকে ৪৩৫ টাকা পড়বে এবং গয়া থেকে আসানসোল পর্যন্ত ভাড়া খাওয়াদাওয়া-সহ ৭৭০ টাকা, দুর্গাপুর থেকে হাওড়া পর্যন্ত ভাড়া খাবার-সহ ৭৫০ টাকা পড়বে। প্রিমিয়াম ফেসিলিটির এই ট্রেনে আরামদায়ক পরিষেবা পেতে এই ভাড়াতে খুশি যাত্রীরা।
আরও পড়ুন: Kolkata Metro: নানান দুর্ভোগের পরেও বউবাজার মেট্রো নিয়ে প্রকাশ্যে এল বড় আপডেট! জানুন বিস্তারিত