Shilpa Shetty: বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন ছিলেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)। ৯০ দশকে শিল্পা ছিলেন খুবই জনপ্রিয়। তার অভিনয়ে তিনি দর্শকদের মন জয় করে নিয়েছিলেন খুব সহজে। তবে সময়ের সাথে সাথে সব কিছুই বদলে যায়। তাই ধীরে ধীরে বলিউডের অভিনয় জগত থেকে নিজেকে সরিয়ে আনেন শিল্পা।
শিল্পা শেঠি (Shilpa Shetty) পরবর্তীকালে বিয়ে করেন জনপ্রিয় ব্যবসায়ী রাজ কুন্দ্রা কে। রাজ কুন্দ্রার সঙ্গে তিনি এখন সুখে দাম্পত্য জীবন কাটাচ্ছেন। অনেক বছর হয়ে গিয়েছে তাদের বৈবাহিক সম্পর্কের। সম্প্রতি একটি রিয়েলিটি শো তে এসে সুন্দরী অভিনেত্রী ব্যবসায়ীকে বিয়ে করার আসল কারণ জানালেন।
শিল্পাকে ওই শো তে কোরিওগ্রাফার-পরিচালক ফারহা খান সরাসরি জিজ্ঞেস করেছিলেন “রাজ তোমাকে ইমপ্রেস করতে কী করেছিল? উত্তরে শিল্পা বলেছিলেন দু’হাত বাড়িয়ে দিয়েছিল নাকি সিটি বাজিয়েছিল?” পাশে বসে থাকা অনিল কাপুর মজা পেয়েছিলেন খুব। শিল্পাকে বলতে না দিয়ে তিনিই বলে বসেন, “পয়সা ছড়িয়েছিল রাজ।” অনিলের এই কথা শুনে হেসে লুটিয়ে পড়েছিলেন শিল্পা। এমনটা শোনা যায়, বিয়ের আগে নাকি শিল্পাকে দামি-দামি জিনিস উপহার দিয়েছিলেন রাজ।
২০০৯ সালে রাজ কুন্দ্রার সাথে বিয়ে করেছিলেন শিল্পা শেট্টি। বর্তমানে দুই সন্তান নিয়ে সুখের সংসার তাঁদের। কয়েক বছর আগে পর্নোগ্রাফি ভিডিয়ো তৈরি করে অ্যাপে আপলোড করার মূল ষড়যন্ত্রী হিসেবে অভিযুক্ত হয়েছিলেন রাজ। তাঁকে জেলও খাটতে হয়েছিল। কিন্তু সেই কঠিন পরিস্থিতির সময় রাজের পাশে ছিলেন স্ত্রী শিল্পা শেঠি। জেল থেকে জামিনের পর বেশ কয়েকদিন মুখোশ পরে ঘুরছিলেন রাজ। বর্তমানে যদিও সবটা স্বাভাবিক হয়ে গিয়েছে।
আরও পড়ুন: Today’s Gold Rate: সপ্তাহের শেষে কেমন রয়েছে সোনা রুপোর দাম? চলুন জেনে নেওয়া যাক