লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Ankita Lokhande: মা হলেন সুশান্ত প্রাক্তনী অঙ্কিতা! আনন্দের মুহুর্ত ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Ankita Lokhande: বেশ অনেক দিন হয়ে গিয়েছে প্রয়াত হয়েছেন প্রাক্তন প্রেমিক। কিন্তু আজও তাঁর সঙ্গের সমস্ত স্মৃতিই টাটকা রয়েছে প্রাক্তন প্রেমিকার মনে।দীর্ঘ সময়ের প্রেম ছিল সুশান্ত সিং রাজপুতের সঙ্গে। যদিও পবিত্র রিস্তার শেষে অভিনেতা বলিউডে পা রাখার কিছু বছরের মধ্যেই দুজনে আলাদা হন।

প্রায় ছবছর সম্পর্কে থাকার পর বিচ্ছেদ হয় সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput) এবং অঙ্কিতা লোখান্ডের। ছোট পর্দার জনপ্রিয় এই জুটির বিচ্ছেদের খবরে বেশ অবাকই হয়েছিলেন নেট নাগরিকরা। টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘পবিত্র রিস্তা’য় মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সুশান্ত এবং অঙ্কিতা। একতা কপূরের প্রযোজনায় এই ধারাবাহিকে মানব এবং অর্চনার রসায়ন দর্শকদের দারুণ পছন্দের ছিল। ৬ বছর একে অপরের সঙ্গে সম্পর্কে থাকার পর সেই জুটি ভেঙে যায় ২০১৬ সালে। এরপর দুজনেই অন্য সম্পর্কে জড়িয়েছেন। পৃথিবী ছেড়ে অকালে চলে গিয়েছেন সুশান্ত সিংহ রাজপুত। কিন্তু প্রাক্তন প্রেমিকের সঙ্গে কাটানো সময় থেকে তাঁর সমস্ত স্মৃতিই টাটকা রয়েছে অভিনেতার প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের (Ankita Lokhande) মনে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankita Lokhande Jain (@lokhandeankita)

রবিবার সন্তান ঘরে আসার ভিডিয়ো শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। একটি ভিডিয়ো শেয়ার করে ক্যাপশনে লিখলেন, ‘পরিবারে স্বাগতম আমাদের ছোট্ট রাজকুমারী মৌ লোখান্ডে জৈন! তুমি আমাদের পরিবারে নতুন সংযোজন, মা এবং বাবা ইতিমধ্যেই তোমার প্রেমে পড়ে গিয়েছে! তোমার চোখেমুখের মায়া এবং আলিঙ্গন আমাদের হৃদয় চুরি করেছে, আপনার ছোট হাত আমাদের জীবনে অপরিসীম আনন্দ এবং সুখ বয়ে আনুক।’

যদিও সন্তান বলতে, অঙ্কিতা ও ভিকি ঘরে এনেছেন একটি বিড়ালছানা। শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাতে ক্যামেরা নিয়ে লিফটের বাইরে দাঁড়িয়ে ভিকি। মুখে এক গাল হাসি। এক ব্যক্তি নিয়ে আসেন মৌকে, একটি সাজানো বাস্কেটের ভিতরে করে। সঙ্গে সঙ্গে ঘরের পোশাকেই বাইরে এসে কোলে তুলে নেন অঙ্কিতা। এরপর দেখা যায় কখনো মৌ খাটে ঘুমোচ্ছে, কখনও সোফাতে। কখনও আবার খেলা করছে অঙ্কিতা-ভিকির সঙ্গে।

‘বিগ বস ১৭’-তে সবচেয়ে নজর কেড়েছেন অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন জুটি। একদিকে অঙ্কিতা যেভাবে পুরো খেলা খেলছেন, তা দেখে মুগ্ধ দর্শকরা, অন্যদিকে, ‘বিগ বস’ অনুরাগীদের দাবি, বিগ বসের ঘরে এবারের মাস্টারমাইন্ড হলেন ভিকি।বেশ কয়েক সপ্তাহ ধরে বিগ বসের ঘরে মেজাজ হারাচ্ছেন অঙ্কিতা। ফলে স্বামীর ভিকির সঙ্গে তুমুল অশান্তিতে জড়িয়ে পড়ছেন। হঠাৎই ভিকিকে অঙ্কিতা জানান, তাঁর ঋতুস্রাব হয়নি। একথা জানাতে পেরেই, বিগ বসের ঘরের অন্দরে রক্ত ও মূত্র পরীক্ষা হয় অঙ্কিতার। বিগ বসকে অঙ্কিতা জানিয়েছেন, তিনি বাড়ি যেতে চান। তাঁর শরীর একেবারেই ভাল নেই। তবে সত্যিই অঙ্কিতা অন্তঃসত্ত্বা কিনা তা অবশ্য জানা যায়নি।

আরও পড়ুন: Offbeat Place In North Bengal: পাহাড়ি নদীর সৌন্দর্য্য উপভোগ করতে করতে নিরিবিলিতে একান্তে সময় কাটাতে হলে ঘুরে আসুন দার্জিলিংয়ের কাছে এই অফবিট প্লেস থেকে

 

WhatsApp Group Join Now
About Author