Annwesha Hazra: টেলিভিশনের পর্দায় জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন অন্বেষা হাজরা (Annwesha Hazra)। একাধিক ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অন্বেষা। আর নিজের অভিনয়ের মাধ্যমে জিতে নিয়েছেন বহু দর্শকের মন। শেষ বার তাকে আমরা স্টার জলসার পর্দায় সন্ধ্যা তারা ধারাবাহিকে অভিনয় করতে দেখতে পেয়েছি। ধারাবাহিকটি দর্শকের মনে খুব একটা দাগ কাটতে পারেনি। তাই কয়েক মাস যেতে না যেতেই এই ধারাবাহিক বন্ধ হয়ে গিয়েছিল।
তার আগে জি বাংলার পর্দার এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে অভিনয় করেছিলেন অন্বেষা। ধারাবাহিকে অন্বেষার চরিত্রের নাম ছিল উর্মি। উর্মি চরিত্রটি দর্শক বেজায় পছন্দ করেছিলেন। আর ধারাবাহিকটি বেশ রমরমিয়ে চলেছিল কয়েক বছর। অন্বেষার শেষ ধারাবাহিক সন্ধ্যা তারাতে অভিনেত্রীকে নবাগত অভিনেতা সৌরজিৎ এর সাথে জুটি বাঁধতে দেখা গিয়েছিল। তবে পর্দায় তাদের রসায়ন ততটা জমেনি।
যার কারনে বন্ধ হয়ে যায় ধারাবাহিক। তারপর থেকেই দর্শকেরা অপেক্ষা করছিলেন কবে আবার অন্বেষাকে টেলিভিশনের পর্দায় দেখতে পাবেন তারা। এবারে তাই অন্বেষার ভক্তদের জন্য রইল দারুন সুখবর। নতুন ধারাবাহিক নিয়ে খুব শীঘ্রই জি বাংলার পর্দায় ফিরছেন অভিনেত্রী।
View this post on Instagram
সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যে নতুন ধারাবাহিকের প্রোমো ভিডিও শুট করা হয়ে গিয়েছে এবং নতুন ধারাবাহিকে অন্বেষার বিপরীতে দেখা যেতে চলেছে অভিনেতা নীলাঙ্কুর মুখোপাধ্যায় কে। নীলাঙ্কুর কে আমরা শেষ বার কালার্স বাংলার রাম কৃষ্ণা ধারাবাহিক কে অভিনয় করতে দেখতে পেয়েছি। এবার নীলাঙ্কুর কে দেখা যাবে অন্বেষার বিপরীতে। নতুন সিরিয়ালের পরিচালনায় রয়েছেন গোপাল চক্রবর্তী।
যিশু উজ্জ্বল সেনগুপ্ত প্রোডাকশনের তরফ থেকেই এই ধারাবাহিক আসছে জি বাংলার পর্দায়। দু-দিন আগেই প্রোমো শ্যুট মিটেছে। পারিবারিক গল্প নিয়ে আসছে অন্বেষা-নীলাঙ্কুরের এই মেগা সিরিয়াল। সূত্রের খবর অনুযায়ী ধারাবাহিকের প্রমো শুটিংয়ের দিন সেটে উপস্থিত ছিলেন না নীলাঞ্জনা। যীশুর সঙ্গে বিচ্ছেদের ঘটনার পর থেকেই তাকে দেখা যায়নি। যিশুর সঙ্গে ডিভোর্স চর্চার মাঝে নায়কের প্রযোজনা সংস্থা থেকে দূরত্ব তৈরি হয়েছে নীলাঞ্জনার, এমন গুঞ্জন শোনা যাচ্ছে।
অন্যদিকে অন্বেষা ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি বড় পর্দাতেও কাজ করছেন। আপতত মানসী সিনহার ৫ নম্বর স্বপ্নময় লেনের শ্যুটিংয়ে ব্যস্ত নায়িকা। আর আগে এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে একসাথে কাজ করেছিলেন অন্বেষা এবং মানসী সিনহা। জি বাংলায় শীঘ্রই দুপুরের স্লটে শুরু হতে চলেছে নীল-শ্যামোপ্তির ‘অমর সঙ্গী’ এবং অরুণিমা-অনিন্দ্য-মৈনাকের ‘কাজল নদীর জলে’। তবে দুপুরের স্লটে এই ধারাবাহিক হচ্ছে শুনে বেজায় মন খারাপ দর্শকদের। এবারে দেখা যাক অন্বেষার নতুন ধারাবাহিক কোন স্লটে জায়গা দখল করে নেয়।
আরও পড়ুন: Train: প্রতিটি ট্রেনের বগিতে ৫টি সংখ্যায় কী লেখা থাকে? ৯৯% মানুষ বলতে পারেন না