লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Anurager Chhowa: ৮০০ পর্ব পার! সেটেই কেক কেটে উদযাপন অনুরাগের ছোঁয়ার কলাকুশলীদের

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Anurager Chhowa: স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় নিজের জায়গা ধরে রেখেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটি (Anurager Chhowa)। সূর্য ও দীপার মিষ্টি প্রেমের গল্প দিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিকের পথচলা। এক সময়ের বেঙ্গল টপার এই ধারাবাহিকের টিআরপি এখন তলানিতে গিয়ে ঠেকেছে। তবে বর্তমানে স্টার জলসা এবং জি বাংলা মিলিয়ে সবচেয়ে পুরোনো মেগা এটি এবং বর্তমানে টিআরপির অভাবে যেখানে কিছুদিনের মধ্যে অন্যান্য মেগার ঝাঁপি বন্ধ হচ্ছে সেখানে এখনও সগৌরবে চলছে এই ধারাবাহিকটি। আর এইভাবে দেখতে দেখতেই ৮০০ পর্ব পার করে ফেলল এই ধারাবাহিক।

আর এই মাইলস্টোন ক্রস করতেই উদযাপনে মেতে উঠেছিল অনুরাগের ছোঁয়া টিম।এদিন ধারাবাহিকের সেটে কেক কেটে ৮০০ পর্ব পার হওয়ার উদযাপনে ভেসেছিলেন ধারাবাহিকের কলাকুশলীরা।জোড়া কেক কেটে সেলিব্রেট করে মেগার দুই খুদে সদস্য। কেক কাটার পর একে অন্যকে কেক খাইয়ে দিতেও দেখা যায় তাঁদের।


প্রসঙ্গত উল্লেখ্য, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে আসছে নতুন মোড়। গল্পের বর্তমান ট্র্যাক অনুযায়ী, বড় হয়ে যাচ্ছে সোনা-রূপা।আর রূপার চরিত্রে এবার পর্দায় দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। অন্যদিকে সোনার ভূমিকায় থাকবে স্বস্তিকা ঘোষ। রাণী রাসমণি ধারাবাহিকের পর আবার অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa) ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরছেন সকলের প্রিয় রানি মা। এবার সোনা ও রূপার জীবন কোন খাতে বইবে তা জানতে চোখ রাখতে হবে স্টার জলসার পর্দায়।

আরও পড়ুন: Today’s Horoscope: আজ শিবযোগে ভাগ্য খুলবে এই ৫ রাশির! এক নজরে দেখে নিন আজকের রাশিফল

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।