Aparajita Adhya Brothers Reception: মায়ের আশা পূরণ করতে কিছুদিন আগেই নিজ দায়িত্বে নিজের দাদার বিয়ে দিয়েছেন অপরাজিতা আঢ্য। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করতেই অগনিত মানুষের ভালোবাসা পেয়েছেন অভিনেত্রী। নিজের শত ব্যস্ততার মাঝেও পরিবারের জন্য সময় বের করতে কোনোদিনই পিছপা হননি তিনি। পরিবার যে তাঁর গর্ব সে কথা বারংবার স্বীকার করেছেন তিনি। হাওড়ার বাড়িতেই তাঁর দাদার বিয়ের সম্পূর্ণ আয়োজন করেছিলেন তাঁরা।
জানা যায়, মানসিক ও শারীরিক দিক থেকে সামান্য অসুস্থ অপরাজিতার দাদা। কিন্তু ভালোবাসার কাছে হার মানে অসুস্থতা। কাছের মানুষ ভালোবাসায় আগলে রাখলে সুস্থ থাকা যে অসম্ভব কিছু নয় তার প্রমান অভিনেত্রীর দাদা। অপরাজিতার বউদির নাম রানী। দীর্ঘসময় তাদের পরিবারের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। অভিনেত্রীর মা-দাদার খেয়ালও রেখেছেন বহু বছর ধরে। এমনকী, অভিনেত্রীর মা এবং দিদাও এই মেয়েকেই ছেলের বউ হিসাবে পছন্দ করেছিলেন। কিন্তু নানান অসুবিধের মধ্যে বিয়ে হয়ে ওঠেনি। তবে এইবার বেশ ঘটা করেই বিয়ে হয়েছে।
শুধু আইনি বিয়ে নয় বরং সামাজিক ভাবে কন্যা সম্প্রদান করে, আগুনের চারপাশে ঘুরে বিয়ে করেছেন পাত্র-পাত্রী। কনের পরনে ছিল সবুজ-গোলাপি বেনারসি। মাথায় ওড়না। অপরাজিতার দাদাও বিয়ের পিঁড়িতে বসেন পাঞ্জাবি আর জোর পরে। রবিবার ঘরোয়া বউভাত অনুষ্ঠিত হয়েছে। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন অপরাজিতা। সঙ্গে এই বিয়েতে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা গুরুত্বপূর্ণ মানুষগুলির সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন। বৌভাতের দিন সবুজ শাড়িতে দেখা গিয়েছে অভিনেত্রীর নতুন বউদিকে। চোখমুখে যেন এক অনাবিল আনন্দ। গা ভর্তি সোনারগয়নাতে। মাথায় টিকলি, নাকে নথ, মাথার খোঁপায় গোঁজা গোলাপ ফুল।
ফুল সাজানো খাটেরও একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। বৌভাতের দিন সোনালি শাড়ি আর লালব্লাউজে নিজেকে সাজিয়ে তুলেছিলেন অপরাজিতা। সঙ্গে দেখা গিয়েছে অপরাজিতার পালিতা কন্যাকেও।নীল রঙের চিকনকারি কুর্তায় দেখা গিয়েছে গার্গীকে। উপস্থিত ছিলেন অতনু হাজরাও। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে দাদা-বউদিকে পাশাপাশি দাঁড় করিয়ে অপরাজিতা নিজের গলায় গান পরিবেশন করছেন, ‘ভালোবাসা মোরে ভিখারি করেছে, তোমাকে করেছে রানী’।
এক নেটিজেন অপরাজিতার এই পোস্টে কমেন্ট করেছেন, ‘কী যে ভালো লাগল। আপনি একজন পজিটিভ মানুষ। তাই যেখানেই থাকেন সেখানেই একটা সুন্দর ইতিবাচক পরিবেশ এর সৃষ্টি হয়, তা সে আপনি সশরীরেই থাকুন অথবা ফেসবুকে। আপনাকে দেখলে আপনার কথা শুনলেই একটা জীবনীশক্তি কাজ করে। খুব ভালো থাকুন অপরাজিতা ম্যাম দাদা, বৌদি ও আত্মীয় পরিজন নিয়ে।’
আরও পড়ুন: Mashrafe Bin Mortaza: মাশরাফির বাড়ি পোড়ালো উত্তেজিত জনতা! কেমন আছেন প্রাক্তন ক্রিকেটার