Aparajita Adhya: কিছুদিন আগেই নিজে দাঁড়িয়ে থেকে দাদার বিয়ে দিয়েছিলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। মানসিক এবং শারীরিকভাবে খানিকটা অসুস্থ অপরাজিতার দাদা মায়ের পছন্দ করা পাত্রীর সঙ্গেই কয়েকদিন আগে বিয়ে দিয়েছিলেন দাদার। পাত্রী আগে থেকেই পছন্দ ছিল পরিবারের। অপরাজিতার মা নিজেই ছেলের বউ পছন্দ করেছিলেন।
তবে সেই সময় কিছু কারণবশত বিয়েটা হয়নি। মায়ের মৃত্যুর পরে দাদার ধুমধাম বিয়ে দিলেন অপরাজিতা। বিয়ের পর ঘরোয়া বৌভাত হলেও দাদার রিসেপশন পার্টি বাকি ছিল। গত শুক্রবার সেই রিসেপশন পার্টি হল ধুমধাম আয়োজনে।
রিসেপশনের দিন কালার ম্যাচিং করে গোলাপি পোশাকে সেজে উঠেছিলেন বর-কনে। যে ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘আমার মা বলতেন যার শেষ ভালো তার সব ভালো। খুব ভালো থেকো তোমরা। নতুন জীবন আনন্দময় হোক।’ আর অভিনেত্রীর এই পোস্টে অসংখ্য মানুষ ভালোবাসা জানিয়েছেন।
দাদা-বউদির মতো অপরাজিতা নিজেও গোলাপি রঙে সেজেছিলেন। লেহেঙ্গাতে দেখা গেল এদিন তাঁকে। চুলে কার্ল করা, গোলাপি রঙের গোলাপ গোঁজা তাতে। বউদি পরেছিলেন গোলাপি রঙের বেনারসি। আর দাদার গায়ে ছিল সুতোর কাজ করা গোলাপি রঙের সিল্কের পাঞ্জাবি।
এদিকে এত বয়সে এসে দাদাকে নিয়ে ট্রোল করায় ক্ষেপে গিয়ে লাইভে এসে অপরাজিতা কয়েকদিন আগে বলেছিলেন, ‘আমার দাদার শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা আছে। সেটার সঙ্গে উনি লড়াই করেন, ওনেক ওষুধ চলে। উনি সরল-সাধাসিধে মানুষ, এলাকায় অনেক মানুষ ওকে হাসির পাত্র বানানোর চেষ্টা করে। ‘ওর কিছু হবে না’- এইসব বলে। আমি এই ধরণের মানুষকে ঘৃণা করি।
এটা আমার দাদার সঙ্গে হামেশা ঘটে, গতকালও ঘটেছে ওর বিয়ের পর। এটা অত্যন্ত কদর্য মনের পরিচয় দেয়। কারুর ভালোতে যদি আপনি খুশি না হন, তাহলে আপনি ঘৃণ্য মনের পরিচয় দিয়েছেন। তারা সূদূরে থাকেন না, আমাদের মাঝখানেই থাকেন।’
আরও পড়ুন: Today’s Horoscope: আজ শনিদেবের কৃপায় আর্থিক উন্নতি হবে এই পাঁচ রাশির! চোখ রাখুন আজকের রাশিফলে