লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Arijit Singh: ‘বিচার চাই তিলোত্তমার’! লাইভে এসে কি বললেন অরিজিৎ সিং? রইল ভিডিও

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Arijit Singh: সেলিব্রিটি হিসেবে নয় সাধারণ মানুষের মতন অসাধারণ নানান কাজ করে বসেন। তিনি আর কেউ নন সংগীত শিল্পী অরিজিৎ সিং (Arijit Singh)। আরজি কর নিয়েও হাত পা গুটিয়ে চুপ করে বসে থাকতে পারেননি তিনি। সময় বেঁধে দিয়েছিলেন রাস্তায় নামার। অভিযুক্তের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবিতে গলা মিলিয়ে ছিলেন তিনি। সেই সঙ্গে নারীদের নিরাপত্তার জন্য, আন্টি রেপ স্লোগান তোলেন। ভরা মঞ্চ থেকে সাধারণ মানুষকে এগিয়ে এসে অনুপ্রাণিত হওয়ার বার্তা দেন অরিজিৎ (Arijit Singh)। এদিকে আরজি কর কাণ্ড নিয়ে পথে নেমেছে ছাত্র সংগঠন। নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে। দাবি একটাই নির্যাতিতার সুবিচার।

তরুণী চিকিৎসকের উপর নৃশংস অত্যাচার এবং হত্যার প্রতিবাদে, নারী সুরক্ষার দাবি ও অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির বিচার চেয়ে পথে নেমেছে জনতা। অরাজনৈতিক ব্যানারে রাস্তায় নেমে প্রতিবাদ সানাচ্ছেন। তার মাঝেই এবার ঘরে বসে মহান কীর্তি করে ফেললেন অরিজিৎ। তার নিজের কন্ঠকে করলেন হাতিয়ার। পতাকা কিংবা পোস্টার নিয়ে নয়, সংগীত নিয়ে এবার সুর বাঁধলেন। শিল্প যে শুধু মানুষকে আনন্দদান বা মনোরঞ্জন করে তাই নয়। বরং অস্ত্র হিসেবে শিল্প প্রভাব ফেলতে পারে সমাজে। কর্তব্য পরায়ন শিল্পী তাই ঘরে বসেই গান গাইলেন।নির্যাতিতার বিচার চেয়ে গান গেয়েছেন। মঙ্গলবার নবান্ন অভিযানের ঠিক আগের রাতে অর্থাৎ সোমবার রাতেই নিজের আন অফিসিয়াল একাউন্ট থেকে লাইভে এসেছিলেন অরিজিৎ।

তার পাশে দেখা যায় স্ত্রী কোয়েলকে।নিয়ে নিজের উদ্বেগের কথা প্রকাশ করেন অরিজিৎ (Arijit Singh)। কিছুতেই এই বিষয়টা মাথা থেকে, বার করতে পারছেন না বলেও জানিয়েছেন তিনি। তবে আর জি কর কাণ্ড নিয়ে যে ভুয়ো খবর ছড়াচ্ছে সেখান থেকেও বিরত থাকার পরামর্শ দিয়েছেন শিল্পী। এরপর তার ফ্যান পেজ থেকে একটি গান আপলোড করা হয়। তার আগেই মুখবন্ধ হিসেবে গায়ক বলে ওঠেন, তোমাদের মত স্বাধীনতা আমার নেই। আমি প্রতিদিন রাস্তায় বেরোতে পারি না। যেরকম ভাবে তোমরা বিচরণ করো রাস্তায় আমি তো পারিনা। ১০ ১৫ বছর আগে হলে ভাবতে হতো না।

WhatsApp Group Join Now

যারা তোমাদেরকে রাগাচ্ছে তোমরা রেগে যেও না। ওরাও কোথাও একটা দুঃখ পেয়েছে। অনেক ভেবেচিন্তে কাজ করতে হয়। আমি রাস্তায় নামলে সেলফি তোলার ভিড় বেশি হবে।একজন সেলিব্রিটি হিসেবে রাস্তায় নামলে সাধারণ মানুষের চোখ চলে যাবে তার দিকে তা বোঝাতেই, আরজি জানিয়েছেন অরিজিৎ। তবে এদিন আইনের উপর আস্থা রাখার কথাও শোনান তিনি। আরজিকর মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। খারাপ এবং কষ্ট লাগলেও, বিচারের দাবিতে তিনিও অপেক্ষায়। সোশ্যাল মিডিয়ায় বরাবরই কম অ্যাক্টিভ থাকেন অরিজিৎ। তবে এই ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে গলা তুলতে সোশ্যাল মিডিয়াকেই মাধ্যম করেছেন তিনি। এই ঘটনাটা অরিজিৎকে নাড়িয়ে দিয়েছে, নিজেই সে কথা বলেন তিনি। এমনকি মৃতা তরুণীর মা বাবার কথা ভেবে তার বুক ফেটে যাচ্ছে, সেকথাও স্মরণ করেছেন। আতঙ্ক নয় বরং আশঙ্কিত হয়ে ন্যায় বিচারের অপেক্ষায় সকলের মতন তিনিও।

আরও পড়ুন: Bank Holiday List: একটানা ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ সেপ্টেম্বরে! দেখুন ছুটির দিন

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।