Arijit Singh: শুধু বাঙালি নয় গোটা বিশ্বের মানুষের মনের রাজত্বে তিনি অবস্থান করেন। তাইতো তার গাওয়া যে কোনো ভাষার গান মাধুর্যতা ছড়িয়ে দেয় কোটি কোটি মানুষের মনে। তবে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনা বড় বেশি নাড়িয়ে দিয়েছে তাকে। আর সেই কারণেই বিচলিত হয়ে একের পর এক প্রতিবাদ করেছেন তিনি (Arijit Singh)।
রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারেননি বলে ক্ষমা চেয়ে নিয়েছেন। তিনি আর কেউ নন বিশ্ব বরেণ্য শিল্পী অরিজিৎ সিং (Arijit Singh । তিনি বাংলার ছেলে, তাই বাংলার হয়ে প্রতিবাদ একটু জোরালো করেছেন। কিন্তু তারপরেও বহু মানুষের কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। ইতিমধ্যেই নিজের একটি নয়া profile শেয়ার করেছেন তিনি যার নাম আত্ম জোয়ার জ্বালো।
কিন্তু শুক্রবার সন্ধ্যার পর থেকে আর দেখা যাচ্ছে না তার সেই প্রোফাইল। তার ভক্তরা যথেষ্ট চিন্তিত কোথায় গেলেন প্রিয় গায়ক। দ্য প্রোফাইল ডাজ নট এক্সিট এমনটাই দেখানো হচ্ছে। অর্থাৎ এই প্রোফাইলের কোন অস্তিত্ব নেই। গত ৯ আগস্ট পশ্চিমবঙ্গের আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস হত্যার ঘটনার প্রতিবাদে এই প্রোফাইল খুলেছিলেন তিনি। সেই প্রোফাইল থেকেই সবার প্রশ্নের উত্তর দিয়েছেন গায়ক।। আবার এই প্রোফাইল থেকেই প্রতিবাদের সুর চরিয়ে একটি গান বেঁধে ফেলেছিলেন।
বন্ধ করে দেওয়া হয়েছে অরিজিৎ সিংএর প্রোফাইল। খুব একটা প্রচারের আলোয় আসতে পছন্দ করেন না তিনি।। তবুও ভক্তদের কাছে সবসময়ই ধরাধাম সাধারণ অবতারে। একের পর এক টুইট করেছেন। গান বেধেছিলেন আর কবে। তারপরেই একটি বিশেষ রাজনৈতিক দলের তরফ থেকে আসে প্রতিবাদ। বিশেষ রাজনৈতিক দলের এক প্রতিনিধি অরিজিতের বাংলা নিয়ে উদ্বিগ্নতার প্রশ্ন তুলেছিলেন। কেন হিন্দি বলয় নিয়ে তিনি চুপ করে থাকেন। তার কাজের জায়গা বলেই কি? প্রশ্ন করেন তিনি?
এরপরেই তার এক্স হ্যান্ডেল থেকে একটি লেখা প্রকাশ পায় ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি। তার কিছুক্ষণ পরেই চোর বলে কটাক্ষ করলেন অরিজিৎ। কিন্তু কাদের উদ্দেশ্যে এই প্রশস্তি বাক্য তুলে ধরলেন তিনি তা জানা যায়নি। তবে কি আক্রমণের প্রতি জবাব দিয়েছেন গায়ক। এখন তার অপেক্ষায় রয়েছেন ভক্তরা। কবে তিনি নয়া অবতারে ফিরে আসেন সেটাই দেখার।