Arijit Singh: তরুণী চিকিৎসকের মৃত্যু কাণ্ডে তোলপাড় হয়ে গিয়েছে গোটা দেশ। প্রতিবাদ শানিয়েছেন তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ। থেমে থাকেননি শিল্পী অরিজিৎ সিং(Arijit Singh)। কোন রাজনৈতিক বিষয় নয় বরং দেশের যে কোন অস্থিরতায় তাকে মুখ খুলতে দেখা যায়। এ শুধু দেশ নয় গোটা রাজ্যের লজ্জা। এবার এর বিরুদ্ধে বড় পদক্ষেপ নিলেন অরিজিৎ। ১৪ ই আগস্ট রাত্রি বেলা গোটা শহর জুড়ে হয়েছে প্রতিবাদ। শুধু শহর নয় গ্রামে গ্রামে হাতে মোমবাতি নিয়ে বেরিয়ে পড়েছিলেন মহিলারা।
দিল্লি থেকে মুম্বাই সর্বত্র এই কাণ্ডের বিচার চেয়ে রাস্তায় নেমেছেন। রাত দখল অভিজানে দেখা গিয়েছে সোহিনী সরকার থেকে শুভশ্রী গাঙ্গুলীকে। পথে নেমেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় থেকে ঋদ্ধি সেন। তবে ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ করে কিছু হবে না। বরং সাধারণ মানুষের মধ্যে প্রতিবাদ গড়ে তুলতে হবে এমনটাই চাইছেন জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ।
তিনি জিয়াগঞ্জের ভূমিপুত্র তাই এখান থেকেই শুরু হয়ে যায় তার যাবতীয় কাজকর্ম। দেখা যাচ্ছে স্টেজে কোন একটি বিষয় নিয়ে কথা বলছেন অরিজিৎ সিং। আন্তর্জাতিক মানের এই গায়ক বলছেন ফেসবুক টুইটার করে কিছু হবে না কাকা।
আমি এসব ব্যাপারে আপডেট দিতে পছন্দ করি না। আমি আজ থেকে কাজ শুরু করলাম তোমরা কে কে কাজ করছ। আপনাদের সহযোগিতা চাই আমাদের। প্রসঙ্গত নতুন ইভেন্ট কোম্পানি খুলছেন গায়ক আর সেখানে তাদের লোগো হতে চলেছে অ্যান্টি রেপ। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা।
View this post on Instagram
প্রসঙ্গত আরজিকর কাণ্ড নিয়ে তেমন কিছু বলতে শোনা যায়নি অরিজিৎকে। সমাজ মাধ্যমে বেশি কথা বলা একেবারেই পছন্দ করেন না বিশ্বসেরা এই গায়ক। বরং এই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মহিলাদের সুস্থ সমাজ উপহার দেওয়ায় তার কাজ বলে মনে করেন অরিজিৎ।।
আরও পড়ুন: Riddhi-Madhumita: মধুমিতাকে অশিক্ষিত বলা ঋদ্ধি নিজেই ‘মাতৃভূমি’র বানান কী লিখলেন?