August Holidays: সামনেই রয়েছে ১৫ই আগস্ট। আর ১৫ই মানেই ছুটির দিন সেটা আমরা সকলেই জানি। তবে এবারে সেই ছুটিতে পড়তে চলেছে বাঁধা। এবার কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের সেই ছুটি বাতিল হচ্ছে। সরকারের তরফ থেকে সব আমন্ত্রিত আধিকারিক এবং কর্মীকে বাধ্যতমূলক ভাবে লালেল্লায় উপস্থিত থাকতে বলে নির্দেশিকা জারি করেছেন ক্যাবিনেট সচিব রাজীব গাউবা। সরকারি আধিকারিকদের সেই উদ্দেশ্যে চিঠি পাঠানো হয়েছে।
সেখানে কড়া ভাষায় বলা হয়েছে, আমন্ত্রিত যে সকল সরকারি কর্মীরা অনুষ্ঠানে অনুপস্থিত থাকবেন, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। আসলে এই কড়া পদক্ষেপ নেওয়ার বিশেষ কারণ হল বিগত কয়েক বছর ধরে দেখা গিয়েছে, আমন্ত্রিত হওয়া সত্ত্বেও অনেক সরকারি কর্মী স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসেন না। এটা একদমই কাম্য নয়।
স্বাধীনতা দিবসে সরকারি কর্মীদের যোগ দেওয়াটা দায়িত্বের মধ্যে পড়ে। এই আবহে সকল মন্ত্রক এবং বিভাগী প্রধান এবং সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তাঁদের অধীনে থাকা সকল আধিকারিক এবং কর্মীদের এই বিষয়ে অবগত করা হয়। পাশাপাশি আগস্ট মাসে স্বাধীনতা দিবস ছাড়াও রাখি পূর্ণিমা, জন্মাষ্টমী এবং শনি রবিবার করে তো সরকারি কর্মীদের ছুটি থাকেই। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আগস্ট মাসে কোন কোন দিন ছুটি রয়েছে।
কেরপুজোর কারণে ৩রা অগস্ট, শনিবার আগরতলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। আবার টেন্ডং লো রাম ফাতের কারণে ৮ই অগস্ট, বৃহস্পতিবার গ্যাংটকে ব্যাঙ্ক খোলা থাকবে না। আর প্যাট্রিয়টস ডে’র কারণে ১৩ই অগস্ট, মঙ্গলবার ইম্ফলে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ওই তিনদিন দেশের অন্য কোনও প্রান্তে ব্যাঙ্ক বন্ধ থাকবে না।
স্বাধীনতা দিবস ১৫ই অগস্ট, বৃহস্পতিবার দেশের সর্বত্র ব্যাঙ্ক বন্ধ থাকবে। রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা এবং বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তীর জন্য ১৯শে অগস্ট, সোমবার আগরতলা, আমদাবাদ, ভুবনেশ্বর, দেরাদুন, জয়পুর, কানপুর, লখনউ এবং শিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। সেদিন কলকাতা-সহ পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক খোলা থাকবে।
শ্রীনারায়ণ গুরুজয়ন্তীর কারণে ২০শে অগস্ট, মঙ্গলবার তিরুবনন্তপুরমে ব্যাঙ্ক বন্ধ থাকবে। জন্মাষ্টমীর কারণে ২৬শে অগস্ট, সোমবার আমদাবাদ, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, দেরাদুন, গ্যাংটক, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, পাটনা, রাইপুর, রাঁচি, শিলং, শিমলা এবং শ্রীনগরে ব্যাঙ্ক খোলা থাকবে।
আরও পড়ুন: PMEGP Loan: শুধুমাত্র আধার কার্ডের সাহায্যেই পাবেন ১০ লাখের লোন, এখুনি আবেদন করুন