Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (Lakshmir Bhandar) হল পশ্চিমবঙ্গ সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যা ২০২১ সালে চালু করা হয়েছিল। এই প্রকল্পের অধীনে ২৫ থেকে ৬০ বছর বয়সি সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের ক্ষমতায়ন এবং স্বাবলম্বী করার উদ্দেশ্যে আর্থিক সহায়তা প্রদানে করা হয়।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (Lakshmir Bhandar) চালু হওয়ার পর সেই প্রকল্পের আবেদন গ্রহণ শুরু হয় দুয়ারে সরকার ক্যাম্পে। পরবর্তীতে দফায় দফায় দুয়ারে সরকার ক্যাম্প এবং স্থানীয় বিডিও অফিস, এসডিও অফিস ও পুরসভার বোরো অফিসে আবেদনের মধ্য দিয়ে এখন উপভোক্তাদের সংখ্যা প্রায় ২ কোটি।
রাজ্যের সাধারণ মহিলারা পেয়ে থাকেন ১০০০ টাকা এবং তপশিলি জাতি-উপজাতি মহিলারা পেয়ে থাকেন ১২০০ টাকা । যাদের উপযুক্ত শংসাপত্র ছিল না, তাঁরা তপশিলি জাতি-উপজাতি হয়েও সাধারণ শ্রেণীর মহিলাদের মতোই পাচ্ছিলেন ৫০০ টাকা করে মাসিক ভাতা। এবার থেকে তাঁরাও সঠিক প্রমাণ দাখিল করলে পাবেন ১২০০ টাকা করে প্রতি মাসেই।
এবার প্রশ্ন উঠে কবে আসবে এই লক্ষ্মী ভান্ডার (Lakshmir Bhandar)?
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের (Lakshmir Bhandar) অধীনে কিছু উপভোক্তা মাসের শুরুতেই অর্থাৎ ১ বা ২ তারিখে টাকা পেয়ে যান। আবার কেউ কেউ প্রথম সপ্তাহের মধ্যেই টাকা পান। তবে অনেকের ক্ষেত্রে টাকা পেতে ৭ তারিখ পর্যন্ত সময় লেগে যায়। সরকারি সূত্রে জানা যাচ্ছে, আগস্ট মাসের শুরু থেকেই টাকা প্রদান শুরু হবে এবং যত দ্রুত সম্ভব উপভোক্তাদের অ্যাকাউন্টে সেই টাকা জমা হবে।
আর লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকেছে কিনা কিভাবে বুঝবেন? আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করুন। ব্যাংকের মোবাইল অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে আপনার ট্রানজেকশন হিস্ট্রি দেখুন।নিকটস্থ এটিএম থেকে মিনি স্টেটমেন্ট প্রিন্ট করুন।আপনার ব্যাংকের কাস্টমার কেয়ারে কল করে তথ্য জানতে পারেন।
আর ও পড়ুন: Ration Items List: আগস্টে পশ্চিমবঙ্গে কোন কার্ডে কত কিলো রেশন পাবেন? মাসের শুরুতেই জেনে নিন