Bank Holiday April 2025: আপনার ব্যাঙ্কিং কাজ কি এখনো বাকি? আজ নয়, কাল করব ভেবে রেখে দিয়েছেন? তাহলে সাবধান! এপ্রিলে একাধিক দিনে ব্যাংক ছুটি পড়ায় টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holiday April 2025)। তাই সময় থাকতে সেরে ফেলুন জরুরি কাজ, নাহলে সমস্যায় পড়তে হতে পারে।
কবে কবে ব্যাঙ্ক ছুটি? দেখে নিন পুরো তালিকা (Bank Holiday April 2025)
১২ এপ্রিল (শনিবার): মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাংক বন্ধ।
১৩ এপ্রিল (রবিবার): সাপ্তাহিক ছুটি।
১৪ এপ্রিল (রবিবার): ডঃ বি.আর. আম্বেদকর জয়ন্তী, বিষু, বিহু ও তামিল নববর্ষ উপলক্ষে ছুটি (কেরালা, তামিলনাড়ু, আসাম)। এই তিনদিনে ব্যাঙ্ক পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে!
এপ্রিলে অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক ছুটি (রাজ্যভিত্তিক)
📅 তারিখ | 🎉 উপলক্ষ | 📍 রাজ্য |
---|---|---|
15 এপ্রিল | বাংলা নববর্ষ | পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ |
21 এপ্রিল | গড়িয়া পূজা | ত্রিপুরা |
29 এপ্রিল | পরশুরাম জয়ন্তী | হিমাচল প্রদেশ |
30 এপ্রিল | বাসব জয়ন্তী | কর্ণাটক |
ব্যাঙ্ক বন্ধ, কিন্তু বিকল্প আছে – ATM ও অনলাইন ব্যাঙ্কিং!
ব্যাঙ্ক বন্ধ থাকলেও চিন্তার কিছু নেই। আপনি নিচের পরিষেবাগুলি অনলাইনেই পেতে পারেন:
✅ টাকা তোলা বা জমা (ATM)
✅ অনলাইন ফান্ড ট্রান্সফার (NEFT, IMPS, UPI)
✅ ব্যালান্স চেক
✅ মোবাইল বা ইলেকট্রিসিটি বিল পেমেন্ট
✅ পাসবুক আপডেট (ডিজিটাল)
আপনার শহরে ব্যাঙ্ক বন্ধ আছে কিনা তা জানতে RBI-এর অফিশিয়াল ছুটির তালিকায় চোখ রাখুন এবং নিজের কাজ আগেভাগে মিটিয়ে নিন। ছুটি কাজে লাগিয়ে পরিবারসহ ঘুরে আসতে পারেন – এপ্রিলে রয়েছে ভ্রমণের এক দারুণ সুযোগ!
আরও পড়ুন: Horoscope Today: হনুমান জয়ন্তীতে সৌভাগ্য সঙ্গী হবে এই ৩ রাশির! রইল আজকের রাশিফল, ১২ই এপ্রিল
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |