Ekchokho.com 🇮🇳

Bank Holiday April 2025: টানা ৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! আজই দেখে নিন এপ্রিলে কবে কবে ব্যাঙ্ক ছুটি রয়েছে

Bank Holiday April 2025: আপনার ব্যাঙ্কিং কাজ কি এখনো বাকি? আজ নয়, কাল করব ভেবে রেখে দিয়েছেন? তাহলে সাবধান! এপ্রিলে একাধিক দিনে ব্যাংক ছুটি পড়ায় টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holiday April 2025)। তাই সময় থাকতে সেরে ফেলুন জরুরি কাজ, নাহলে সমস্যায় পড়তে হতে পারে। একনজরে » 1. কবে ...

Published on:

Bank Holiday April 2025

Bank Holiday April 2025: আপনার ব্যাঙ্কিং কাজ কি এখনো বাকি? আজ নয়, কাল করব ভেবে রেখে দিয়েছেন? তাহলে সাবধান! এপ্রিলে একাধিক দিনে ব্যাংক ছুটি পড়ায় টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ (Bank Holiday April 2025)। তাই সময় থাকতে সেরে ফেলুন জরুরি কাজ, নাহলে সমস্যায় পড়তে হতে পারে।

কবে কবে ব্যাঙ্ক ছুটি? দেখে নিন পুরো তালিকা (Bank Holiday April 2025)

  • ১২ এপ্রিল (শনিবার): মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় ব্যাংক বন্ধ।

  • ১৩ এপ্রিল (রবিবার): সাপ্তাহিক ছুটি।

  • ১৪ এপ্রিল (রবিবার): ডঃ বি.আর. আম্বেদকর জয়ন্তী, বিষু, বিহু ও তামিল নববর্ষ উপলক্ষে ছুটি (কেরালা, তামিলনাড়ু, আসাম)। এই তিনদিনে ব্যাঙ্ক পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে!

এপ্রিলে অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক ছুটি (রাজ্যভিত্তিক)

📅 তারিখ🎉 উপলক্ষ📍 রাজ্য
15 এপ্রিলবাংলা নববর্ষপশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ
21 এপ্রিলগড়িয়া পূজাত্রিপুরা
29 এপ্রিলপরশুরাম জয়ন্তীহিমাচল প্রদেশ
30 এপ্রিলবাসব জয়ন্তীকর্ণাটক

ব্যাঙ্ক বন্ধ, কিন্তু বিকল্প আছে – ATM ও অনলাইন ব্যাঙ্কিং!

ব্যাঙ্ক বন্ধ থাকলেও চিন্তার কিছু নেই। আপনি নিচের পরিষেবাগুলি অনলাইনেই পেতে পারেন:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
  • ✅ টাকা তোলা বা জমা (ATM)

  • ✅ অনলাইন ফান্ড ট্রান্সফার (NEFT, IMPS, UPI)

  • ✅ ব্যালান্স চেক

  • ✅ মোবাইল বা ইলেকট্রিসিটি বিল পেমেন্ট

  • ✅ পাসবুক আপডেট (ডিজিটাল)

আপনার শহরে ব্যাঙ্ক বন্ধ আছে কিনা তা জানতে RBI-এর অফিশিয়াল ছুটির তালিকায় চোখ রাখুন এবং নিজের কাজ আগেভাগে মিটিয়ে নিন। ছুটি কাজে লাগিয়ে পরিবারসহ ঘুরে আসতে পারেন – এপ্রিলে রয়েছে ভ্রমণের এক দারুণ সুযোগ!

আরও পড়ুন: Horoscope Today: হনুমান জয়ন্তীতে সৌভাগ্য সঙ্গী হবে এই ৩ রাশির! রইল আজকের রাশিফল, ১২ই এপ্রিল