Bank Holidays: বর্তমান দিনে টাকাপয়সা লেনদেন সংক্রান্ত কাজগুলি অনালাইনের মাধ্যমে হয়ে গেলেও বেশ কিছু কাজের জন্য গ্রাহকদের ব্যাঙ্কের মুখাপেক্ষী থাকতে হয়। এমতাবস্থায় একটানা অনেকদিন ব্যাঙ্ক বন্ধ থাকলে অসুবিধার মুখে পড়তে হয় গ্রাহকদের। তাই সর্বাগ্রে ব্যাঙ্কের ছুটি সম্পর্কে গ্রাহকদের ওয়াকিবহাল থাকা জরুরি।
দুর্গাপূজা সহ অন্যান্য উৎসব আসন্ন। অক্টোবর মাসে সেই কারণে মোট ১৫ দিন ব্যাংক বন্ধ থাকবে। ছুটি সম্পর্কে অবগত থাকা সকলের জন্য একান্ত জরুরি। নচেৎ সমস্যায় পড়তে হবে। উল্লেখ্য, ১৫ দিন ছুটির মধ্যে রবিবার, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার অন্তর্ভুক্ত রয়েছে। বিভিন্ন উৎসবের কারণে অক্টোবর মাসে ব্যাঙ্কগুলির কার্যক্রমে ব্যাঘাত ঘটবে। উদাহরণস্বরূপ, গান্ধী জয়ন্তী, নবরাত্রি, দশেরা, করভা চৌথ, ধনতেরাস এবং দীপাবলির মতো উৎসবগুলিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
এক নজরে ব্যাঙ্কের ছুটির তালিকা দেখে নিন:
১লা অক্টোবর : জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের কারণে ব্যাঙ্ক ছুটি থাকবে।
২রা অক্টোবর: মহাত্মা গান্ধী জয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৩রা অক্টোবর: শারদীয় নবরাত্রি এবং মহারাজা অগ্রসেন জয়ন্তীর কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
৬ই অক্টোবর: সাপ্তাহিক ছুটি (রবিবার)।
১০ই অক্টোবর: মহা সপ্তমী।
১১ই অক্টোবর: মহানবমী।
১২ই অক্টোবর: দশেরা এবং দ্বিতীয় শনিবার।
১৩ই অক্টোবর: সাপ্তাহিক ছুটি (রবিবার)।
১৪ই অক্টোবর: গ্যাংটকে দুর্গা পূজা (দশইন) এবং দশেরা।
১৬ই অক্টোবর: লক্ষ্মী পূজা উপলক্ষে আগরতলা ও কলকাতার ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১৭ই অক্টোবর: মহর্ষি বাল্মীকি জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
২০শে অক্টোবর: সাপ্তাহিক ছুটি (রবিবার)।
২৬ শে অক্টোবর: যোগদান দিবস (জম্মু ও কাশ্মীরে ছুটি থাকবে) এবং চতুর্থ শনিবার।
২৭শে অক্টোবর: সাপ্তাহিক ছুটি (রবিবার)।
৩১শে অক্টোবর: নরক চতুর্দশী, সর্দার বল্লভভাই প্যাটেল জয়ন্তী এবং দীপাবলির কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
ব্যাংকের ছুটি থাকাকালীন গ্রাহকরা অনলাইন পরিষেবা অর্থাৎ ইউপিআই, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং ইত্যাদির মাধ্যমে ক্যাশ লেনদেন করতে পারবেন। নেট ব্যাংকিং, এটিএম, ডিজিটাল পেমেন্টের মাধ্যমেও নিজের যে কোনো কাজ সম্পন্ন করতে পারবেন। এছাড়া ক্রেডিট এবং ডেবিট কার্ডও সহজেই ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন: Weather Update: বিকেলে আরও বাড়বে বৃষ্টির তীব্রতা, ভাসবে এইসব জেলা! কী বলছে হওয়া অফিস?