গরম পড়তেই শহর-গ্রাম সব জায়গায় পানীয় প্রেমীদের মধ্যে বাড়ছে চাহিদা। ক্লান্তি কাটাতে একগ্লাস ঠান্ডা বিয়ার যেন এখনকার দিনে অনেকের প্রিয় সঙ্গী। কিন্তু ইচ্ছা থাকলেও বিয়ারের দাম অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় সাধারণ মানুষের কাছে। পছন্দের ব্র্যান্ড হাতের নাগালে এলেও দাম শুনে অনেকেই পকেটের দিকে তাকাতে বাধ্য হন।
বিশেষ করে বড় বড় আন্তর্জাতিক বিয়ার ব্র্যান্ডের দিকে অনেকেই হাত বাড়াতে পারেন না, কারণ এক একটা বোতলের দামই পৌঁছে যায় ২০০ টাকার ঘরে। গরমে একটু স্বস্তি পেতে খরচটা যেন বেশি লাগে। তবে এমন সমস্যার দিন এবার ফুরোতে চলেছে। কারণ বাজারে এসেছে এমন এক নতুন খবর, যা শুনলে চমকে উঠবেন যেকোনো মদপ্রেমী।
মুক্ত বাণিজ্য চুক্তিতে বড় পদক্ষেপ, বিয়ার কমবে অর্ধেক! (Beer Import Duty, UK India Trade Deal)
সম্প্রতি ভারত ও যুক্তরাজ্যের মধ্যে স্বাক্ষরিত হয়েছে একটি নতুন মুক্ত বাণিজ্য চুক্তি (Free Trade Agreement – FTA)। এই চুক্তির ফলে ব্রিটিশ মদ ও বিয়ারের উপর আমদানি শুল্ক (Import Duty) অনেকটাই কমিয়ে আনা হয়েছে। আগে যেখানে এই শুল্ক ছিল ১৫০ শতাংশ, সেখানে এখন তা কমে হয়েছে ৭৫ শতাংশ। ফলে বিদেশি বিয়ার ও হুইস্কির দাম ভারতে অনেকটাই কমে আসবে। তবে এখানেই শেষ নয়। এই চুক্তির ফলে কিছু ব্রিটিশ বিয়ার ব্র্যান্ড ভারতের বাজারে মাত্র ৫০ টাকায় পাওয়া যেতে পারে, যা আগে ছিল ২০০ টাকার মতো। তবে এই সুবিধা এখনও পুরোপুরি কার্যকর না হলেও খুব শিগগিরই তা আইনি রূপ পেতে চলেছে।
স্কচ-হুইস্কিও হবে সস্তা, প্রভাব পড়বে গাড়ি ও অন্যান্য পণ্যে(Scotch Whisky, Imported Goods Price Drop)
এই চুক্তি শুধু বিয়ার নয়, স্কচ ও হুইস্কির দাম কমাতেও বড় ভূমিকা নেবে। স্কচ হুইস্কির ক্ষেত্রেও আমদানি শুল্ক ১৫০ শতাংশ থেকে কমিয়ে ৭৫ শতাংশে নামানো হয়েছে। ফলে আন্তর্জাতিক ব্র্যান্ডের মদ পছন্দ করেন যাঁরা, তাঁদের জন্য এ এক দারুণ সুযোগ। এছাড়াও ব্রিটেন থেকে আমদানি হওয়া গাড়ির দামও কমবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রক। আবার ভারতের পক্ষ থেকে চামড়া ও বস্ত্রজাত পণ্য ব্রিটেনে রপ্তানির সময় শুল্ক ছাড়ের সুবিধা পাওয়া যেতে পারে। তবে ওয়াইনের দামে কোনও পরিবর্তন হবে না, কারণ এই চুক্তিতে ওয়াইনের শুল্ক কমানো হয়নি।
Read More: ছুটির দিনেও মিলবে প্রকল্পের টাকা: পঞ্চায়েত দপ্তরের ‘সহজ সরল’ মোবাইল অ্যাপ আনছে নবান্ন
বাজারে কীভাবে প্রভাব ফেলবে এই সিদ্ধান্ত? (Indian Beer Market Growth, Youth Lifestyle)
ভারতের বিয়ার মার্কেট ইতিমধ্যেই বিপুল আকার ধারণ করেছে। ২০২৪ সালের হিসেবে, দেশের বিয়ার ইন্ডাস্ট্রির মূল্য প্রায় ৫০,০০০ কোটি টাকা ছাড়িয়েছে। প্রতি বছর এই বাজার ৮-১০ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। শহরাঞ্চলে যুব সমাজের আধিপত্য এবং জীবনযাত্রার পরিবর্তনই এই বৃদ্ধির অন্যতম কারণ। ভারতে জনপ্রিয় বিয়ার ব্র্যান্ডগুলোর মধ্যে আছে কিংফিশার (Kingfisher), বাডওয়াইজার (Budweiser), হেইনেকেন (Heineken), কার্লসবার্গ (Carlsberg) ও বিরা ৯১ (Bira 91)। দক্ষিণ ভারতের কর্ণাটক, তামিলনাড়ু, কেরল ছাড়াও গোয়া, দিল্লি ও চণ্ডীগড়ে বিয়ারের ব্যবহার অত্যন্ত বেশি।
চুক্তির পূর্ণ বাস্তবায়ন কবে? অপেক্ষা শেষ হতে চলেছে শিগগিরই! (FTA Implementation Date, UK India Deal)
এই মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনার কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এটি সম্পূর্ণ আইনি রূপ পাবে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রক। এই চুক্তি বাস্তবায়িত হলে, ব্রিটেন থেকে আসা ৯৯ শতাংশ ভারতীয় পণ্যের উপর শুল্ক শূন্য হবে বলে জানা গিয়েছে। এই তিন বছরের আলোচনার ফসল হিসাবে তৈরি হওয়া এই চুক্তির মূল লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে ভারত-ব্রিটেন দ্বিপাক্ষিক বাণিজ্যকে ১২০ বিলিয়ন ডলারে পৌঁছে দেওয়া। আর তার প্রথম ধাপই হতে চলেছে এই বিয়ার এবং মদের দাম কমার সুখবর, যা সাধারণ মানুষের কাছে সত্যিই চমকপ্রদ।
Read More: অটো আপগ্রেডেশন স্কিম ভারতীয় রেলে(Indian Railways) নতুন সুবিধা: স্লিপার ভাড়ায় এবার এসি কোচে ভ্রমণ!
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |