Bengal Flood: বৃষ্টিতে বানভাসি দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। অকাল বন্যা এসেছে মুখ্যমন্ত্রীর কথায় মেনমেড বিপর্যয়। বিশেষ করে পশ্চিমাঞ্চলে জেলাগুলির অবস্থা শোচনীয়। ডিভিসির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এমনকি উদয়নারায়নপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার সময় জুনিয়র ডাক্তারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
দীর্ঘদিন ধরে চলছিল কর্মবিরতি আজ CGO কমপ্লেক্স অভিযান করেছেন জুনিয়র ডাক্তাররা। বারবার তাদের কাজে ফেরার আবেদন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। এমনকি বন্যা কবলিত এলাকায় মানুষের পাশে দাঁড়িয়ে অভয়া ক্লিনিক খোলার বার্তা দিয়েছিলেন তিনি।
এদিন মুখ্যমন্ত্রী বলেন আমি চিকিৎসকদেরও বলবো সাপেরা ডাঙ্গায় আশ্রয় নিয়েছে। ডায়রিয়া সাপের কামড় জ্বর ইত্যাদি সমস্যায় ভুগতে পারেন সাধারণ মানুষ। মুখ্য সচিবকে ফোন করে মেডিকেল শিবির করবার আবেদন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার মাঝেই বারবার ডাক্তারদের কাছে করজোড়ে তিনি আবেদন করেন কাজে ফেরার। মুখ্যমন্ত্রীর এই কাজে ফেরার আবেদন ফেলতে পারলেন না জুনিয়র ডাক্তাররা। তাদের ধরনা অবস্থান শেষ করবার ডাক দিয়েছেন।
সিজিও কমপ্লেক্স অভিযানের পরেই শনিবার থেকে আবার কাজে যোগ দিচ্ছেন তারা। একই সঙ্গে বন্যা কবলিত এলাকায় তারা ফিরছেন অভয়া ক্লিনিক নিয়ে।জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলে নেবার জন্য আবেদন জানিয়েছিলেন শুভ বুদ্ধি সম্পন্ন বহু মানুষ। রাজ ধর্ম পালন করে নয় বরং মানুষের পাশে থেকেই তাদের কর্তব্য পালন করবার আবেদন জানিয়েছিলেন সকলে।
তাই বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রাণ শিবির এবং অভায়া ক্লিনিক চালু করার কথা ঘোষণা করলেন জুনিয়র ডাক্তাররা। সূত্রের খবর বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রান শিবির নিয়ে তারা পৌঁছে যাবেন আজ থেকেই। জুনিয়র ডাক্তাররা বলছেন গোটা পশ্চিমবাংলার অবস্থা খারাপ। বিভিন্ন জায়গায় জল বিপদসীমার উপর দিয়ে বইছে। জল ছেড়েছে ডিভিসি।
এই অবস্থায় মানুষের যাতে কোন অসুবিধা না হয়, তার জন্যই আমরা পৌঁছে যাব মানুষের কাছে। বন্যা দুর্গত এলাকায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত ট্রেনি চিকিৎসকের নামে খোলা হবে অভয়া ক্লিনিক। সমস্ত কলেজে ডিপার্টমেন্ট ভিত্তিক এসওপি করা হবে। ওপিডিতে চলবে সিজ ওয়ার্ক।