Ekchokho.com 🇮🇳

Bengal Weather Update : বাংলার আকাশে ৫ ঘূর্ণাবর্তের খেলা! বৃষ্টি-ঝড়ে ভাসবে কোন কোন জেলা?

Bengal Weather Update : গরমে হাঁসফাঁস করছে গোটা বাংলা (West Bengal)। দুপুরের পর থেকেই কোথাও কোথাও মেঘের আনাগোনা, আবার কোথাও আকাশ পুরোপুরি পরিষ্কার। কিন্তু বিকেলের দিকে হঠাৎই দমকা হাওয়া বা কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। অনেকেই ভাবছেন, গরমের পর এবার কি তবে স্বস্তি মিলবে বৃষ্টিতে ? কিন্তু আদৌ কি তেমন ...

Updated on:

Bengal Weather Update : বাংলার আকাশে ৫ ঘূর্ণাবর্তের খেলা! বৃষ্টি-ঝড়ে ভাসবে কোন কোন জেলা?

Bengal Weather Update : গরমে হাঁসফাঁস করছে গোটা বাংলা (West Bengal)। দুপুরের পর থেকেই কোথাও কোথাও মেঘের আনাগোনা, আবার কোথাও আকাশ পুরোপুরি পরিষ্কার। কিন্তু বিকেলের দিকে হঠাৎই দমকা হাওয়া বা কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। অনেকেই ভাবছেন, গরমের পর এবার কি তবে স্বস্তি মিলবে বৃষ্টিতে ? কিন্তু আদৌ কি তেমন কিছু হতে চলেছে? উত্তরের গরম আর দক্ষিণের অস্বস্তি মিলিয়ে বাংলার (Bengal) আবহাওয়া (Weather) কার্যত নানা রঙের খেলা শুরু করেছে।

বিকেলের পর বদলাবে পরিস্থিতি (Bengal Weather Update)

দুপুরের পর থেকেই বাংলার আকাশের (Sky) পরিবর্তন স্পষ্ট হচ্ছে। ঝোড়ো হাওয়া (Stormy Wind), হালকা বৃষ্টি (Light Rain), কখনও বজ্রপাত (Thunderstorm)- সব মিলিয়ে তৈরি হচ্ছে বদলানোর ইঙ্গিত। বিশেষ করে দক্ষিণবঙ্গে (South Bengal) আবহাওয়ার এমন পরিবর্তন চোখে পড়ছে বেশি। কলকাতা (Kolkata) সহ আশেপাশের এলাকাগুলিতেও বিকেল গড়াতেই বাড়ছে আকাশের বৈচিত্র। তবে এখানেই শেষ নয়।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Weather News in Bengali

Bengal Weather Update : একাধিক ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) তৈরি, সতর্কবার্তা জারি

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, ভারতের (India) বিভিন্ন অংশে বর্তমানে পাঁচটি ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) সক্রিয় রয়েছে। যার মধ্যে রাজস্থান (Rajasthan), আসাম (Assam), মধ্যপ্রদেশ (Madhya Pradesh), তামিলনাড়ু (Tamil Nadu) এবং আন্দামান-নিকোবর (Andaman & Nicobar) এলাকায় রয়েছে এই ঘূর্ণাবর্তগুলি। এছাড়াও ৮ এপ্রিলের মধ্যে উত্তর-পশ্চিম ভারতের (North-West India) পাহাড়ি অঞ্চলে (Hilly Region) আরও একটি নতুন নিম্নচাপ (Low Pressure) তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরেই দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস (Rain & Storm Alert) জারি করা হয়েছে।

Read More: Weather Update : আর কতক্ষণ অপেক্ষা? ঘাম ঝরানো গরমের মাঝে দক্ষিণবঙ্গে আসছে স্বস্তির বৃষ্টি , দিন-তারিখ জানাল হাওয়া অফিস (IMD)

Bengal Weather Update : দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টি, ঝড়, বজ্রপাতের সম্ভাবনা

আবহাওয়া দফতরের (Weather Department) পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal) প্রায় সমস্ত জেলায় বজ্রপাত (Thunderstorm), ঝড় (Storm) ও বৃষ্টি (Rain) হতে পারে। কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), হুগলি (Hooghly), দুই ২৪ পরগনা (North & South 24 Parganas), পূর্ব ও পশ্চিম মেদিনীপুর (East & West Midnapore), ঝাড়গ্রাম (Jhargram) সহ একাধিক জেলায় ঘণ্টায় ৩০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া (Strong Wind) বইতে পারে। বঙ্গোপসাগর (Bay of Bengal) উত্তাল থাকায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে জেলেদের (Fishermen)।

Bengal Weather Update : উত্তরবঙ্গের (North Bengal) গরম, দক্ষিণবঙ্গের (South Bengal) ঝড়-বৃষ্টির (Storm & Rain) প্রস্তুতি

উত্তরবঙ্গে (North Bengal) আপাতত বড় কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। ১০ এপ্রিল পর্যন্ত উত্তরে (North) শুষ্ক আবহাওয়া (Dry Weather) বজায় থাকবে বলে জানানো হয়েছে। তবে দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong), কোচবিহার (Coochbehar), মালদা (Malda) এলাকায় রবিবার হালকা বৃষ্টি (Light Rain) হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে (South Bengal) ঝড়-বৃষ্টি (Storm & Rain) অব্যাহত থাকতে পারে বৃহস্পতিবার পর্যন্ত। কলকাতায় (Kolkata) দিনের তাপমাত্রা (Temperature) ৩৬ ডিগ্রির কাছাকাছি এবং রাতের তাপমাত্রা ২৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। বৃহস্পতিবারের (Thursday) পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টি (Light Rain) হতে পারে।

Read More: Weather Update: ভ্যাপসা গরমের মাঝে সুখবর! আজ কোন কোন জেলায় নামবে ঝড়-বৃষ্টি?