Higher Secondary Admit Card: উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে বড় পদক্ষেপের পথে হাঁটতে চলেছে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সংসদ। জানা যাচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থেই এই বড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে পর্ষদ। বড় কোনো সমস্যা এড়াতে দ্রুতই সিদ্ধান্ত নিতে চাইছে পর্ষদ, এমনটাই ধারণা করছে বিশেষজ্ঞরা।
প্রতি বছরই উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে একাধিক অভিযোগ উঠে আসে। এর মধ্যে সব থেকে বেশি যে অভিযোগ ওঠে সেটা হলো পরীক্ষার্থীদের পরীক্ষার সেন্টার খুঁজে পাওয়ার সমস্যা। অনেক সময় বোঝার ভুলে ভুল কেন্দ্রে উপস্থিত হয় পরীক্ষার্থীরা। জানা যাচ্ছে এই সমস্যার অবসান ঘটানোর জন্যই পর্ষদ একটি সমাধানের পথে হাঁটতে চলছে।
সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী এবার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার এডমিট্ কার্ডে লিখে দেওয়া হবে পরীক্ষা কেন্দ্রের নাম। মূলত পরীক্ষার সময়ের বিভ্রান্তি এড়াতেই এই সিদ্ধান্তের পথে হাঁটছে পর্ষদ। পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ থাকলে পরীক্ষার্থীদের সংশয় দূর হবে বলে অনুমান। যেহেতু পরীক্ষার দিনগুলিতে পরীক্ষার্থীদের এডমিট কার্ড নিয়ে যেতে হয় তাই পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ থাকলে ঠিকানা জানতে অসুবিধায় পড়তে হবেনা তাদের।
Read More: মাধ্যমিক 2026 (Madhyamik 2026): আগেভাগেই রুটিন প্রকাশ করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ!
যদিও যে বিদ্যালয়ে ছাত্র ছাত্রীরা পড়ে সেখান থেকেই জানিয়ে দেওয়া হয় পরীক্ষা কেন্দ্রের নাম। তবুও বিভ্রান্ত হয়ে সমস্যা হয় প্রথম দিনেই। যার ফলে পরীক্ষার্থীদের শিশুমনে এর প্রভাব পড়ে এবং তাদের পরীক্ষায় ভীতি কাজ করে। আর এবার থেকে যদি আগে থেকেই এডমিট কার্ডে পরীক্ষা কেন্দ্রের নাম ও ঠিকানা উল্লেখ থাকে তবে পরীক্ষার্থীরা উপকৃত হবে বলেই ধারণা।
আরও পড়ুন: Jan Aushadhi Kendra: বড় ঘোষণা নরেন্দ্র মোদীর! এবার রেল স্টেশনেই ৯০ শতাংশ কম দামে মিলবে ওষুধ!
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |