Holiday Update: আর মাত্র কয়েকটা দিন পরেই পুজো। পূজো মানেই দীর্ঘ ছুটি। এই দীর্ঘ ছুটিতে বেরিয়ে আসার পরিকল্পনা করেন বাঙালি । অফিস থেকে ব্যবসা সবকিছু থেকেই অব্যাহতি নিয়ে ঘুরে বেড়াতে মন চায়। তবে পুজোর আগেই একটানা ছুটি পেলেন সরকারি কর্মচারীরা। যার ফলে মুখে ফুটেছে হাসি।
চাহিদা মতন মহার্ঘ ভাতা না মিললেও মিলেছে ভুরি ভুরি ছুটি। শনিবার করম পুজো এটি মূলত আদিবাসীদের পরব। তবে এই করম পুজো উপলক্ষে প্রায় তিন বছর আগে থেকেই ছুটি দেওয়ার কথা ঘোষণা করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। সেইমতো পূর্ণদিবস ছুটি ঘোষণা করা হয় শনিবার।
নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয় সরকারি অফিস স্কুল কলেজ সরকার পোষিত যাবতীয় অফিস থাকবে বন্ধ। আগে অবশ্য অর্ধদিবস পালন করা হতো এই পুজোতে। তবে এবার পাওয়া গেল পূর্ণদিবস ছুটি। অন্যদিকে রবিবার সাধারণভাবেই ছুটি থাকে। আগামী সোমবার ১৬ই সেপ্টেম্বর রয়েছে ফতেয়া দোহাজ দাহাম। সেই দিন রাজ্য সরকারের বেশ কয়েকটি অফিস থাকবে ছুটি। এদিন ইসলাম ধর্মাবলম্বীদের নবী দিবস পালিত হবে। আর সেই কারণে থাকছে ছুটি।
পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিয়েছে সোমবার সরকারি অফিস স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় থাকবে ছুটি। তারপর আবার রয়েছে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো ১৭ ই সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার। সেদিন অবশ্য প্রতি বছরের মতন এবারেও ছুটি দেয়নি সরকার। মঙ্গলবার স্কুলে যাবে সরকারি অফিস।
অর্থাৎ শনি রবি এবং সোম এই তিন দিন ছুটি কাটিয়ে আবার অফিসে ফিরতে হবে। কিন্তু ব্যাংক কবে থাকবে ছুটি। ১৪ই সেপ্টেম্বর রয়েছে দ্বিতীয় শনিবার, তাই সেদিন কলকাতা সহ বাংলার যাবতীয় ব্যাংকের শাখা বন্ধ থাকবে। সরকারি বেসরকারি সব ব্যাংক থাকবে বন্ধ। ১৬ সেপ্টেম্বর আমেদাবাদ বেঙ্গালুরু লখনও মুম্বাই রাচি প্রভৃতি এলাকায় বন্ধ থাকছে ব্যাংক তবে পশ্চিমবাংলায় ব্যাংক বন্ধ হবে না।। মঙ্গলবার কলকাতা এবং বাংলায় ব্যাংক খোলা থাকবে।
সোম এবং মঙ্গল দুই দিন ব্যাংক খোলা থাকবে তাই ব্যাংকের যাবতীয় কাজ করতে পারবেন। তবে মঙ্গলবার গ্যাংটক ও চেন্নাইতে বন্ধ থাকবে ব্যাংক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে সোমবার আমেদাবাদ আইজল বিলাপুর বেঙ্গালুরু দেরাদুন হায়দ্রাবাদ ইম্ফল জম্বু নাগপুর নয়া দিল্লী রাচি এবং শ্রীনগরে বন্ধ থাকছে ব্যাংক। দেশের আর কোন প্রান্তে থাকছে না ব্যাংকের ছুটি।