Bonny-Koushani Wedding: নয় বছর ধরে প্রেম করছেন তাদের প্রেমে আসেনি কোন বাধা। একটা সিনেমা থেকেই মন দেওয়া শুরু হয়েছিল তাদের তারপরে পর পর অনেকগুলো সিনেমা আর একসাথে পথ চলা। ভোট মিটলেই নাকি বিয়ের পিঁড়িতে বসবেন টলিউডের এই হট জুটি। তারা আর কেউ নন বনি সেনগুপ্ত (Bonny Sengupta) এবং কৌশানি মুখোপাধ্যায় (Koushani Mukherjee)। দুজনেই পেশায় অভিনেতা। পর্দা থেকে শুরু হয়েছিল তাদের প্রেম আর সেখান থেকে ধীরে ধীরে নয়টা বছর পার। এবার তো থিতু হতে হবে।
শোনা যাচ্ছে ইলেকশন শেষ হয়ে যাওয়ার পরেই নাকি ডেস্টিনেশন ওয়েডিং হবে এই জুটির। পর্দায় অবশ্য বার বার তাদের সাতপাকে ঘুরতে দেখা গিয়েছে। এই ব্যাপারে কি বলছেন স্বয়ং পাত্র। তিনি কোন রাখঢাক না করেই বললেন বিশ্বাস করো খবরটা ঢপ। সংবাদ মাধ্যমের কাছে ভুল খবর ঘুরে বেড়াচ্ছে ইলেকশনের পরে আমরা বিয়ে করবো এমন কোন ঠিক নেই।
দুজনের বাড়ি থেকেই বিয়ের সিদ্ধান্তটা পাত্র পাত্রীর উপর ছেড়ে দেওয়া হয়েছে তাই তারা ঠিক করেছেন এখন নয় ২০২৫ সালে বিয়ে করবেন। তবে এই বিয়ের প্ল্যানটা হয়ে গিয়েছিল নাকি পেনডামিকের আগেই। তখন সবকিছু ঠিকঠাক থাকলে থাইল্যান্ডে উড়ে যেত দুই পরিবার। তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আর বিয়ে করা হয়নি তাদের। কিন্তু প্রেম ভাঙ্গেনি বরং আরো উথলে উঠেছে প্রেম। দুই পরিবার বাইরে গিয়ে বিয়ে সারবার কথাই ভাবছেন। কলকাতায় এসে সবাইকে নিয়ে রিসেপশন করার ইচ্ছে রয়েছে বনি কৌশানীর।
আরও পড়ুন: Shah Rukh Khan: অসুস্থ অবস্থাতেই বিশেষভাবে সক্ষম ভক্তকে আলিঙ্গন শাহরুখের! প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া
পরিচালক অনুপ সেনগুপ্ত এবং অভিনেত্রী প্রিয়া সেনগুপ্তের ছেলে বনি। অন্যদিকে সিনেমা ঘরানা থেকে নয় বরং বিউটি কনটেস্টে দিতে সিনেমায় সুযোগ পেয়েছিলেন কৌশানি। এই জুটির প্রথম ছবি পারব না আমি ছাড়তে তোকে সুপার-ডুপার হিট।সেখান থেকেই ভালোবাসার স্বপ্ন বুনে নিয়েছিলেন তারা। প্রেমের কথা কারো কাছেই গোপন রাখেনি। বরং বারবার একে অপরের প্রতি ভালোবাসার কথা জাহির করেছেন। এবার চার হাত এক হবার পালা তবে এখনো ঢের দেরি।