BSNL: বর্তমানে তিনটি বেসরকারি টেলিকম কোম্পানি অর্থাৎ জিও, এয়ারটেল, ভোডাফোন এবং একটি সরকারি টেলিকম কোম্পানি BSNL এর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। চলতি মাসের ৩ তারিখ থেকে বেসরকারি টেলিকম কোম্পানিগুলি নিজেদের রিচার্জ প্ল্যান এর দাম বাড়িয়ে দেওয়ার ফলে বেশ অনেকটাই ক্ষুব্ধ হয়ে আছেন আমজনতা।
তাইতো অনেকেই জিও এয়ারটেল এর মত সিম ছেড়ে BSNL এর সিম কিনছেন। বলা যায় বাধ্য হয়ে অনেকে ওই সিমগুলো ত্যাগ করেছেন। কারণ প্রতি মাসে এত টাকা রিচার্জ করা সাধারণ মানুষের পক্ষে সব সময় সম্ভব নয়। সম্প্রতি BSNL তাদের একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান এনেছে যা এর আগে কোন টেলিকম কোম্পানি আনেনি বাজারে।
বিএসএনএল কেবলমাত্র সস্তায় পরিষেবা দিচ্ছে এমন নয়, এর পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় তারা 4G পরিষেবা চালু করে দিয়েছে। দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি 4G পরিষেবা চালু হয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায়। ধীরে ধীরে তারা গোটা দেশে তাদের নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। এরই মধ্যে BSNL তাঁদের নতুন প্ল্যান নিয়ে এসেছে।
BSNL তাদের ২৪৯ টাকার একটি দুর্দান্ত প্ল্যান নিয়ে এসেছে বাজারে। মোট ৪৫ দিনের বৈধতা রয়েছে এই প্ল্যানে আর আনলিমিডেট কলিংয়ের সুবিধা পাবেন ব্যবহারকারীরা। চলুন এই প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
এই প্ল্যানে মোট 90GB ডেটা পাওয়া যাবে। অর্থাৎ প্রতিদিন 2GB ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও দৈনিক ১০০টি করে SMS এর সুবিধা এবং আনলিমিটেড কলিং সুবিধা দেওয়া হচ্ছে। যাঁরা দীর্ঘদিন ধরে BSNL এর গ্রাহক তাঁরা যেমন এই প্ল্যানটি ব্যবহার করতে পারবেন তেমনই যাঁরা অন্য কোনও সংস্থা থেকে BSNL এ পোর্ট করাবেন তাঁরাও এই সুবিধা ব্যবহার করতে পারবেন।