BSNL: বেসরকারি টেলিকম কোম্পানিগুলি হঠাৎ করে তাদের রিচার্জ প্ল্যান ২৫ শতাংশ বাড়িয়ে দেওয়ার পরে ফের BSNL সিম কিনতে শুরু করেছেন অসংখ্য মানুষজন। মাত্র কয়েক দিনের তফাতে কয়েক লক্ষ মানুষ BSNL সিম কিনেছেন, নয়তো নিজেদের পুরনো সিম পোর্ট করেছেন BSNL এ। যেখানে দীর্ঘ বেশ অনেক বছর ধরে BSNL সিম বিক্রি হওয়া বন্ধ ছিল সেখানে প্রতিদিন কয়েক হাজার BSNL এর সিম বিক্রি হচ্ছে। পাশাপাশি এয়ারটেল, ভোডাফোন, জিও তাদের রিচার্জ প্ল্যানের দাম যেখানে বাড়িয়ে চলেছে সেখানে দাঁড়িয়ে BSNL সস্তায় বিভিন্ন আকর্ষণীয় প্ল্যান নিয়ে হাজির হচ্ছে। আজকের প্রতিবেদনে BSNL এর সেরকমই একটি আকর্ষণীয় প্ল্যান নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব।
BSNL এর নতুন প্ল্যান
BSNL-এর তরফে ১৫০ দিনের একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান লঞ্চ করা হয়েছে। কলিং, ডেটা এবং SMS এর সুবিধা রয়েছে এই প্ল্যানটিতে। এই প্ল্যানের দাম ৩৯৭ টাকা। এই প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন।
এই প্ল্যানটির বৈধতা ১৫০ দিন। ফ্রি আউটগোয়িং সুবিধা পাওয়া যাবে প্রথম ৩০ দিন। তারপর বাকি দিনগুলির জন্য অতিরিক্ত টপ আপ রিচার্জ করতে হবে।প্রথম ৩০ দিন গ্রাহকরা দৈনিক 2GB করে ডেটা পাবেন। এবং ওই 2GB শেষ হলে তারপর ইন্টারনেট স্পিড 40Kbps হয়ে যাবে। এছাড়াও দৈনিক ১০০টি করে ফ্রি SMS পাবেন ব্যবহারকারীরা। সঙ্গে ফ্রি কলিংয়ের সুবিধা পাওয়া যাবে।
ইতিমধ্যে BSNL সারা দেশে 4g পরিষেবা চালু করার কাজ শুরু করে দিয়েছে। অসংখ্য জায়গায় ইতিমধ্যে নতুন টাওয়ার বসেছে। রতন টাটার কোম্পানির সাথে হাত মিলিয়ে BSNL নতুন করে তাদের সিম প্রতিষ্ঠা করার পুরো চেষ্টা করছে। দুই সংস্থার মধ্যে চুক্তি হয়েছে প্রায় ১৫,০০০ কোটি টাকার।
খুব শীঘ্রই ১০০০টিরও বেশি গ্রামে সেরা মোবাইল সংযোগ পৌঁছে দেবে BSNL এবং TCS। এছাড়াও কেন্দ্রীয় সরকার ৬০০০ কোটি টাকা দিয়ে সাহায্য করেছে BSNL কোম্পানী কে।