BSNL: মাত্র দুই মাসে ৫৫ লক্ষ অতিরিক্ত গ্রাহক পেয়েছে এই ভারতীয় সরকারি টেলিকম সংস্থা BSNL। অন্যান্য সংস্থা গুলির ক্রমাগত মূল্যবৃদ্ধিই এর একমাত্র কারণ বলছেন বিশেষজ্ঞরা। বিএসএনএল সংস্থাটির সস্তা রিচার্জ এবং দীর্ঘ বৈধতার উপর নজর রেখেই গ্রাহকরা আকৃষ্ট হচ্ছে। আরও গ্রাহক বাড়াতে এবং গ্রাহকদের ধরে রাখতে গোটা ভারত জুড়ে 4G পরিষেবা দেওয়ার দ্রুত কাজ করছে সংস্থাটি।
এছাড়াও 5G পরিষেবার জন্য ইতিমধ্যেই পরিক্ষা নিরিক্ষা চালু করেছে সংস্থাটি। জানা যাচ্ছে দিল্লিতে 5G পরিষেবার জন্য ডাকা হয়েছে টেন্ডার। যার মাধ্যমে নেটওয়ার্ক প্রদানকারী এবং পার্টস প্রস্তুতকারকদের কাছ থেকে 5G সাইটের জন্য ১৮৭৬টি স্ট্যান্ড এলন আর্কিটেকচার দিয়ে 5G নেটওয়ার্ক চালু করতে চাইছে সংস্থাটি। যা প্রথম পর্যায়ে এক লক্ষ গ্রাহককে পরিষেবা দিতে পারবে।
টেন্ডারে বলা হয়েছে 5G পরিষেবার জন্য ৯০০ মেগা হার্টজ ও ৩৩০০ মেগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করা হতে পারে। তাই উন্নত পরিষেবার জন্য যোগ্য প্রার্থীদের দানপত্র গ্রহণ করা হবে। দিল্লিতে দুটি আলাদা সংস্থার সাথে কাজ করে দ্রুত কাজটি সম্পন্ন করতে চাইছে BSNL!
ইতিমধ্যেই কিছুদিন আগে ভারতীয় মন্ত্রী জ্যোতিরদিত্য সিন্ধিয়া জানান যে BSNL দ্রুত 4G পরিষেবা দেওয়ার জন্য টাওয়ার বসানোর কাজ শেষ করতে চলেছেন। এখনও পর্যন্ত 50 হাজারটি টাওয়ার বসানো হয়েছে এবং এভাবে মোট 1 লক্ষ টাওয়ার বসানোর কথা ভাবছে সংস্থাটি। পরবর্তীকালে এই 4G টাওয়ারগুলোকে 5G তে আপগ্রেড করে দেওয়া হবে।
আরও পড়ুন: Ajker Rashifal 11 November: ভগবান শিবের কৃপায় ভাগ্য চমকাবে তিন রাশির! জেনে নিন আজকের রাশিফল