লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

BSNL Recharge: লাগবে না প্রথম মাসের টাকা! ১০০ টাকা কমে গেল BSNL-এর এই রিচার্জ প্ল্যান

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BSNL: বেসরকারি টেলিকম সংস্থাগুলি দুর্দার গতিতে বাড়িয়ে দিয়েছে তাদের রিচার্জের দাম। বিশেষ করে গোটা ভারতবর্ষে বহুল ব্যবহৃত জিও গ্রাহকরা পড়েছিলেন বিপদে। বাড়িয়ে দেওয়া হয় জিওর বিভিন্ন প্ল্যানের দাম। জুলাই মাস থেকেই কার্যকর হয় নতুন প্ল্যানের দাম। কেউ আদালতে যার মামলা করতে কেউ আবার সোজা ট্রাই এর কাছে অভিযোগ করেন। কিন্তু কিছুতেই কিছু হয়নি।

সরকার জানিয়ে দেয় এক্ষেত্রে কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারবে না তারা। আর তারপর থেকেই bsnl এ সিম পোর্ট করতে শুরু করেন মানুষ। আর তারপরেই মাথায় ব্যথা শুরু হয়ে যায় জীওর। অনেক নতুন নতুন প্ল্যান এনে গ্রাহকদের মন ভরাতে শুরু করেন তারা। তাতে অবশ্য খুব একটা লাভ হয়নি। সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল গ্রাহকদের মনে জায়গা করে নিয়েছে ইতিমধ্যেই।

১০০ টাকা কমে ডেটা:

এবার আরো কমে গেল বিএসএনএলের রিচার্জ প্ল্যান। ১০০ টাকার কমে হবে রিচার্জ শুধু তাই নয় পাবেন মোবাইল ডেটা আনলিমিটেড কলের সুবিধা। অক্টোবর মাসের মধ্যেই ফোরজি টাওয়ার বসে যাবে গোটা ভারত জুড়ে। ইতিমধ্যেই টাটা হাত মিলিয়েছে বিএসএনএলের সঙ্গে। এবার তারা বর্ষার ডবল বোনাজা অফার নিয়ে এসেছে।

এই অফার যারা শুধুমাত্র ভারত ফাইবার ব্যবহার করেন তাদের জন্য উপলব্ধ। যারা বিএসএনএল ব্রডব্যান্ড পরিষেবা নিয়েছেন তারাই পাবেন এই অফার। আগে ৪৯৯ টাকায় মাসের ইন্টারনেট রিচার্জ করাতে হতো। তবে এখন সেই প্ল্যানের দাম কমে এসেছে ৩৯৯ টাকায়। অর্থাৎ ১০০ টাকা কমে রিচার্জ করতে পারবেন।

WhatsApp Group Join Now
বিএসএনএল ব্রডব্যান্ড:

নিজেদের এক্স হ্যান্ডেলে এ কথা জানিয়েছে বিএসএনএল। তবে প্রথম তিন মাসে যারা বিএসএনএল ব্রডব্যান্ড পরিষেবা নেবেন তারাই এটি উপভোগ করতে পারবেন। যারা ফাইবার ইন্টারনেট ব্যবহার করেন তারা প্রথম তিন মাসের জন্য এই সুবিধা পাবেন। তিন মাস পরে অর্থাৎ চার মাসের মাথায় আবার ৪৯৯ টাকা দিয়ে রিচার্জ করতে হবে।

একসাথে ৩৩০০ gb internet পাওয়া যায়! ৬০ এমবিপিএস গতির ইন্টারনেট পাওয়া যায়। আবার ডেটা শেষ হয়ে গেলে এই গতি হবে ৪ এমবিপিএস। এই প্লেনে যদি ব্রডব্যান্ড নিতে চান ১৮০০-৪৪-৪৪ নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাতে হবে।

আরও পড়ুন: Nabanna Scholarship 2024: শিক্ষার্থীদের জন্য নতুন উদ্যোগ! এই স্কলারশিপে ছাত্র-ছাত্রীরা পাবেন ১০,০০০ টাকা! দেখে নিন আবেদন পদ্ধতি

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।