সম্প্রতি BSNL তার নেটওয়ার্ক পরিষেবা আপগ্রেড করেছে। এবার এই একই পথে হাঁটছে MTNL সংস্থাটিও। এই দুই কোম্পানির গ্রাহকরাই খুব শীঘ্রই সুপারফাস্ট ইন্টারনেট কানেকশনের সুবিধা পেতে চলেছে। সারা ভারত জুড়ে ইতিমধ্যেই এনএসএনএল নিজেদের নেটওয়ার্ক টাওয়ার আপগ্রেডেশন এর কাজ শুরু করে দিয়েছে এবং বেশ কিছু জায়গায় সুপারফাষ্ট ইন্টারনেটের পরিষেবা দেয়া শুরু হয়েছে।
এর মধ্যে দিল্লি ও মুম্বাইতে থাকা এমটিএনএল সংস্থাটি খুব শীঘ্রই 4G পরিষেবা দিতে চলেছে। পুরোপুরি ভাবে 4G চালু হলে তার পরেই কাজ শুরু হবে সুপার্ফাস্ট 5G ইন্টারনেট পরিষেবা দেওয়ার। এর মধ্যে টেলিকম সংস্থা C-dot ও MTNL যুগ্ম ভাবে পরীক্ষা শুরু করেছে।
এদিন MTNL সংস্থাটি নিজেদের সোশ্যাল মিডিয়া একাউন্ট থেকে এই পরীক্ষা সংক্রান্ত নথি সকলের সাথে ভাগ করে নেন। সাথে তারা আরো জানান যে এই পুরো প্রকল্পের কাজ হবে ভারতীয় যন্ত্রপাতি দিয়ে। অর্থাৎ সুপারফাস্ট ইন্টারনেট পরিষেপায় প্রয়োজনীয় সব যন্ত্র সবই হবে ভারতীয়।
এর আগে C-dot BSNL এর 5G সেট আপ পরীক্ষা করে। এবং পরে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া একটি ভিডিও কলের মধ্যমে গ্রাহকদের সামনে এনেছেন। BSNL পরিষেবার ক্ষেত্রে ৭০০ মেগাহার্টজ ২২০০ মেগাহার্টজ, ৩৩০০ মেগাহার্টজ হার্ট্রেজ বরাদ্দ করেছে।তবে বর্তমানে শুধু 700 মেগাহার্টজ এই কাজ চলছে। বিএসএনএল ভালো পরিষেবার জন্য পুরো দেশ জুড়ে ইতিমধ্যে 10000 গ্রেট টাওয়ার বসিয়েছে, যা ক্রমাগত সংখ্যায় আরো বেশি হবে।