BSNL: সত্যি সময় কখন কার কেমন যাবে সেটা কেউই আগে থেকে বলতে পারেনা আজ আপনার সময় হয়তো খারাপ যাচ্ছে কিন্তু কে বলতে পারে দুদিন বাদে যে আপনার সময় ভালো যাবে না? ঠিক সেরকম একটি ঘটনা ঘটেছে দেশের অন্যতম সরকারি টেলিকম সংস্থা বিএসএনএলের সাথে। আপনার নিশ্চয়ই সকলেই জানেন রিচার্জ মূল্য বাড়িয়ে তোলার পর থেকেই জনপ্রিয়তা কমতে শুরু করেছে দেশের বেসরকারি টেলিকম কোম্পানি জিও, এয়ারটেল, ভোডাফোনের।
ধীরে ধীরে সকলের মনে আবারও নিজের জায়গা তৈরি করে নিচ্ছে হারিয়ে যাওয়া BSNL। হঠাৎ করে রিচার্জ মূল্য বাড়িয়ে তোলার ফলে প্রত্যেক মধ্যবিত্ত পরিবারের মানুষ বিপাকে পড়েছে। কিছুটা বাধ্য হয়েই BSNL সিম কিনতে শুরু করেছে মানুষজন। বিগত পাঁচ বছরে যেটা সম্ভব হয়নি গত 2 মাসে সেই অসম্ভব সম্ভব করেছে BSNL। বর্তমানে সময় পাল্টেছে। জিও, এয়ারটেল, ভোডাফোনের মত বেসরকারি কোম্পানিগুলি নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। আর সেই সাথেই গ্রাহকরা BSNL এর সিম কিনতে শুরু করেছেন। পাশাপাশি অনেকে BSNL এর সিমে পোর্ট করেছেন।
গত ৩রা জুলাই প্রায় ২৫% পর্যন্ত দাম বেড়ে গেছে মোবাইল রিচার্জের। যার ফলে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের প্রতি মাসে এত দাম দিয়ে রিচার্জ করা সত্যিই কষ্টসাধ্য হয়ে পড়েছে সকলের জন্য। সেই জন্য তারা তাদের ফোন নাম্বার কে বিএসএনএল এ পোর্ট করিয়ে নিয়েছেন। BSNL এর ইন্টারনেট পরিষেবা, জিও এয়ারটেল এর মত উন্নত না হলেও বিভিন্ন জায়গায় BSNL ইতিমধ্যে তাদের 4g পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।
এছাড়া ভবিষ্যতে দেশের কোনায় কোনায় BSNL তাদের পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য কয়েক হাজার টাওয়ার বসাতে চলেছে খুব শীঘ্রই। যেখানে BSNL সিম সারাদিনে একটাও বিক্রি হত না সেখানে দাঁড়িয়ে প্রতিদিন কয়েক হাজার BSNL এর সিম বিক্রি হচ্ছে। সামনের বছর পুজোর পরেই গোটা দেশে ফোরজি সার্ভিস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোম্পানির তরফ থেকে। যার জন্য প্রচুর বিপুল খরচ হচ্ছে।
জানা গিয়েছিল মোট ১০০০০০ 4G সাইট তৈরী করা হবে, যার জন্য ১৯০০০ কোটি টাকার যন্ত্রপাতির অর্ডার দেওয়া হবে। কিন্তু যখন অর্ডার দেওয়া হয় তখন দেখা যায় ১৩ হাজার কোটি টাকার অর্ডার দেওয়া হয়েছে। যার মধ্যে ৬ হাজার কোটি টাকার অ্যাডভান্স পারছেন অর্ডার রয়েছে। এই ৬ হাজার কোটি টাকার ঘাটতি পূরণের জন্য এগিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই জোর কদমে চলছে টাওয়ার আপগ্রেডের কাজ। দেশের মোট ৭৫০০০ লোকেশনে ইতিমধ্যেই কাজ প্রায় শেষের পথে তবে এখনও ২৫ হাজার সাইটে কাজ বাকি। তবে চলতি বছরের মধ্যেই গোটা দেশে শুরু হয়ে যাবে BSNL এর 4g পরিষেবা।