BSNL: যেদিন থেকে জিও, এয়ারটেল এবং ভোডাফোন-আইডিয়া তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে, সেইদিন থেকেই ব্যবহারকারী অসন্তুষ্ট । আর তার ফলেই সরাসরি লাভবান হচ্ছে দেশের সরকারি টেলিকম কোম্পানি বিএসএনএল। বর্তমানে ব্যবহারকারী সস্তার রিচার্জ প্ল্যান খুঁজছেন এবং সেই প্ল্যান বিএসএনএল-এ পাওয়া যাচ্ছে। তবে কি সত্যিই দেশের নম্বর 1 টেলিকম কোম্পানি রিলায়েন্স জিও থেকে বিএসএনএল-এর রিচার্জ প্ল্যান সস্তা এবং আরও বেশি সুবিধা দেয়।
এর সঙ্গে শুরু হল নিজের পছন্দ মতোন নাম্বার বেছে নিতে পারবেন ব্যবহারকারীরা। এমন কি যারা BSNL নতুন সিম কেনার কথা ভাবছেন, বিএসএনএল মোবাইল নম্বর নির্বাচনের ক্ষেত্রে এক দারুণ অফার নিয়ে হাজির হয়েছে । এমন পরিস্থিতিতে গ্রাহক যদি নিজের পছন্দের নম্বরটি কিনতে চান, তাহলে কিছু সহজ উপায় তা করতে পারবেন।
প্রথমে Google-এ যেতে হবে এবং ‘BSNL Choose Your Mobile Number’-এ যেতে হবে।এখানে যাওয়ার পর ‘cymn’ লিঙ্কে যেতে হবে। সেখানে আপনার পরিধি নির্বাচন করতে হবে।বিএসএনএল নতুন গ্রাহকদের জন্য পছন্দের অবস্থান সম্পর্কেও বলে। এখানে আপনাকে ‘ফ্যান্সি নম্বর’ নির্বাচন করতে বলা হয়েছে।অর্থাৎ এর সাহায্যে আপনি আপনার পছন্দের নম্বরটি বেছে নিতে পারবেন।
পছন্দের নম্বরের পরে, ‘রিজার্ভ নম্বর’ বিকল্পও দেওয়া হবে। এই বিকল্পটি নির্বাচন করতে । এটি একটি খুব ভাল বিকল্প হতে চলেছে।OTP পাওয়ার জন্য বিদ্যমান নম্বরটি নির্বাচন করতে হবে। এখানে একটি OTP নম্বর পাঠানো হবে।এখানে OTP নম্বর লিখতে হবে।এই OTP ব্যবহার করতে পারবেন।পছন্দের নম্বরটি নির্বাচন করার পরে, সিম পেতে বিএসএনএল স্টোরে যেতে হবে।
সঙ্গে, বেনিফিট এবং দাম অনুযায়ী বিএসএনএলের রিচার্জ প্ল্যান বেস্ট। তবে এতে স্লো স্পীডে ডেটা স্পীড পাওয়া যাবে। যাদের বেশি ডেটা স্পীড প্রয়োজন নেই তাঁরা দীর্ঘ ভ্যালিডিটি এবং কম দামের বিএসএনএল প্ল্যান রিচার্জ করতে পারেন।
আরও পড়ুন: DA Hike: হতাশ হলো সরকারি কর্মীরা! এবার ৪ শতাংশ নয়, আরো অনেক কম হারে বাড়বে DA