DA Hike: চলতি বছরের জুলাই মাসের AICPI সূচক নম্বর প্রকাশ করা হবে।জুলাই থেকে কার্যকর হতে যাওয়া মহার্ঘ ভাতা সেপ্টেম্বর মাসে ঘোষণা করা হতে পারে। সপ্তম বেতন কমিশনের আওতায় বেতন নেওয়া কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়তে চলেছে। দ্রুত পেতে পারেন সুখবর। পুজোর আগেই বেতন বাড়তে পারে।
মহার্ঘ ভাতা বৃদ্ধি থেকে উদ্ভূত আর্থিক বোঝা নিয়ে অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগ প্রস্তাব পাঠাবে। এই প্রস্তাব মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। ডিএ বৃদ্ধির বিষয়ে যে কোনও ঘোষণা মন্ত্রিসভার অনুমোদনের পরেই করা হবে। বর্তমান ব্যবস্থায় ১ কোটিরও বেশি কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা সপ্তম বেতন কমিশনের অধীনে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ভাতা ছাড় পাচ্ছেন। কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ এবং পেনশনভোগীদের ডিআর দেওয়া হয়। এর আগে ২০২৪ সালের মার্চে মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়েছিল।
আগামী ২৫ সেপ্টেম্বর মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন হতে পারে। কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ৩ শতাংশ বৃদ্ধি করতে চলেছে। এই মুহূর্তে ২০২৪ সালের জানুয়ারি থেকে ৫০ শতাংশ ডিএ পাচ্ছেন তাঁরা। তবে ৩ শতাংশ বৃদ্ধির পর তা হবে ৫৩ শতাংশ। AICPI সূচক অনুযায়ী, ২০২৪ সালের জুন পর্যন্ত মোট মহার্ঘ ভাতা ৫৩.৩৬ শতাংশে পৌঁছেছে। ৫৩ শতাংশ হিসেবে সিদ্ধান্ত নেওয়া হবে।
২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত এআইসিপিআই সূচকের সংখ্যায় মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। তবে এর আনুষ্ঠানিক ঘোষণা এখনো করা হয়নি। খুব শীঘ্রই তা অনুমোদন করতে পারে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন: WBCHSE: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নয়া নিয়ম জারি সংসদের; জানুন বিস্তারিত