LPG Price Hiked: বর্তমানে প্রত্যেক মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস হলো রান্নার গ্যাস। বাড়ি থেকে হোটেল, রেস্তোরাঁ সর্বত্রই এই রান্নার গ্যাস ছাড়া চলে না। গ্যাসের দ্বারা রান্নার কাজ করা অনেক সহজ হয় বলে উত্তরোত্তর এই গ্যাসের চাহিদা বাড়ছে। তবে এক্ষেত্রে সমস্যা হলো মাঝেমধ্যেই গ্যাসের দামের হেরফের ঘটে।
অধিকাংশ ক্ষেত্রে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমার বদলে বাড়তে দেখা যায়। ঠিক সেই রকমই ১লা সেপ্টেম্বর থেকে রান্নার গ্যাসের দাম (LPG Price Hiked) আরও একবার বৃদ্ধি পেল। আগস্ট মাসের শুরুতেও গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছিল, তবে সেক্ষেত্রে দাম বেড়েছিল মাত্র সাড়ে ৮ টাকা। কিন্তু এবার একটু বেশি দাম বাড়ানো হয়েছে রান্নার গ্যাস সিলিন্ডারের।
মূলত দু’ধরনের রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়ে থাকে। একটি ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডার, অন্যটি বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডার। বাড়িতে ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার হলেও হোটেল, রেস্তোরাঁ সহ বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিতে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত ১৯ কেজি ওজনের এই সকল বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। দেশব্যাপী সিলিন্ডার প্রতি ৩৮ টাকা করে দাম বৃদ্ধি পেয়েছে।
রবিবার অর্থাৎ ১লা সেপ্টেম্বর থেকেই রান্নার গ্যাস সিলিন্ডারের এই নতুন দাম কার্যকর হয়েছে দেশজুড়ে। নতুন দাম কার্যকর হওয়ার পর কলকাতায় ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৮০২.৫০ টাকা। গত মাসে যেখানে সিলিন্ডার প্রতি ১৭৬৪.৫০ টাকা খরচ হতো। তবে ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেলেও ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার এখনও ৮২৯ টাকাতেই পাওয়া যাচ্ছে কলকাতায়।
১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার অর্থাৎ ঘরোয়া রান্নার গ্যাস সিলিন্ডারের দাম একই থাকার ফলে অনেকটাই স্বস্তি পাচ্ছেন সাধারণ মানুষ। তবে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ায় কপালে চিন্তার ভাঁজ পড়েছে ব্যবসায়ীদের। এছাড়াও বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ায় পরোক্ষভাবে সাধারণ মানুষদের উপরও তার প্রভাব পড়বে, এমনটাই মনে করা হচ্ছে।